দুর্ঘটনা তদন্তে চীনা কর্তৃপক্ষকে সহায়তা করবে টেসলা

সাম্প্রতিক দুর্ঘটনা তদন্তে চীনা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার কথা বলেছে টেসলা। সোমবার ঘটা ওই দুর্ঘটনায় চীনে একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2021, 02:58 PM
Updated : 18 May 2021, 02:58 PM

দুর্ঘটনাস্থলে টেসলার একটি মডেল এক্স গাড়ির পাশে দুই পুলিশ কর্মকর্তা মটিতে শুয়ে আছেন এমন একটি ভিডিও 'চীনের টুইটার' খ্যাত ওয়েইবো এবং স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

সোমবারের ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পূর্বাঞ্চলীয় শহর তাইঝৌ-এর পুলিশ বিভাগ। তবে, দুর্ঘটনা-সংশ্লিষ্ট আর কোনো তথ্য পুলিশ জানায়নি।

গত কয়েক সপ্তাহে চীনে টেসলা গাড়ির দুর্ঘটনার খবর ভাইরাল হয়েছে। এর আগে শাংহাই মোটর শো'তে টেসলার এক অসন্তুষ্ট ক্রেতা প্রর্শনীতে রাখা টেসলা গাড়ির ছাদে উঠে গাড়ির ব্রেকিং সিস্টেমের দুর্বলতা ও ক্রেতাদের অভিযোগ পর্যালোচনায় টেসলার মান নিয়ে প্রতিবাদ করেন।

টেসলার মোট উৎপাদনের শতকরা প্রায় ৩০ ভাগই চীনে বিক্রি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পরই চীন এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতার দ্বিতীয় বৃহত্তম বাজার।