টুইটারের ‘পেইড সাবস্ক্রিপশন’ সেবার মূল্য হতে পারে তিন ডলার

টুইটারের অর্থমূল্যের সাবস্ক্রিপশন সেবার নাম এবং সম্ভাব্য মূল্যের ব্যাপারে নতুন তথ্য এসেছে সম্প্রতি। কোড অনুসন্ধানকারী জেন মানচুং ওং জানিয়েছেন, সেবাটির নাম হবে ‘ব্লু’ এবং দাম শুরু হবে মাসে তিন ডলার থেকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2021, 01:23 PM
Updated : 16 May 2021, 01:23 PM

এর আগে গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবরে উঠে এসেছিল, সাবস্ক্রিপশন সেবাটিতে ‘আনডু টুইট’সহ নানাবিধ কার্যকরী ফিচারের দেখা মিলবে। টুইটারের সম্প্রতি ‘স্ক্রল’ কেনার প্রভাবও অর্থমূ্ল্যের সেবায় দেখা যাবে বলে দাবি করেছেন ওঙ। তার মিতে, এভাবে আরও গোলমাল-বর্জিত ইন্টারফেইস নিয়ে আসবে টুইটার।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, টুইটার এ ব্যাপারে তাদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এনগ্যাজেট বলছে, সব তথ্য সঠিক হলে, ব্যাপারটি মোটেও অবাক করার মতো হবে না। এ কৌশলের মাধ্যমে তুলনামুলক অল্প দামে যত বেশি সম্ভব আগ্রহীদেরকে দলে টানবে মাইক্রোব্লগিং সাইটটি, এবং নিবেদিত ভক্তদের আরও বেশি খরচ করতে উৎসাহিত করবে তারা।

নতুন ফিচার ‘টিপ জার’সহ ‘ব্লু’ এর মাধ্যমে বিজ্ঞাপনী আয়ের উপর নির্ভরতা কমবে টুইটারের, একই সঙ্গে প্রতিষ্ঠানটির আয়ও স্থিতিশীল হবে। এটি আদৌ কাজ করবে কি না সে প্রসঙ্গ ভিন্ন, - এমনটাই মনে করছে এনগ্যাজেট। কারণ অধিকাংশ টুইটার ব্যবহারকারীই বিনামূল্যে সেবাটি ব্যবহার করে অভ্যস্ত।