চিপ সঙ্কট: প্রভাব পড়বে মাজদা’র এক লাখ গাড়িতে

চলতি অর্থ বছরে চিপ সঙ্কট বৈশ্বিকভাবে প্রভাব ফেলবে মাজদা মোটর কর্পোরেশনের প্রায় এক লাখ গাড়িতে। সম্প্রতি এ ব্যাপারে নিজে থেকেই জানিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 02:04 PM
Updated : 15 May 2021, 02:04 PM

মাজদা এক বিবৃতিতে বলেছে, সঙ্কট সামাল দিতে পুরোপুরি নিজেদের মজুদের উপর নির্ভর করবে প্রতিষ্ঠানটি। এভাবে প্রায় ৭০ হাজার পাইকারি ইউনিটের সঙ্কট সামাল দিতে পারবে তারা।

নভেল করোনাভাইরাস মহামারীর এ সময়ে গোটা বিশ্ব বাসা থেকে কাজ এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছে। এতে করে চাহিদা বেড়ে গেছে ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেটের। ফলে, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বৈশ্বিক চিপ সঙ্কট।

পরামর্শক প্রতিষ্ঠান অ্যালিক্স পার্টনার বলছে, এ সঙ্কটের কারণে এ বছর গাড়ি নির্মাতাদের আয় কমছে ১১ হাজার কোটি ডলার। ধারণা করা হয়েছিল, আয় কমবে ছয় হাজার একশ’ কোটি ডলার। হিসেবে কমবে তার চেয়েও বেশি। সবমিলিয়ে চিপ সঙ্কটের প্রভাব পড়বে ৩৯ লাখ গাড়িতে।

অটোমোবাইল প্রতিষ্ঠানগুলো ইঞ্জিনের কম্পিউটার ব্যবস্থাপনা থেকে শুরু করে জ্বালানীর আরও ভালো ব্যবস্থাপনা এবং জরুরি-ব্রেকিংয়ের মতো চালক সহায়তা ফিচারের উপর নির্ভর করে থাকে।