নতুন ক্রোম ফিচার ‘শেয়ারিং হাব’ পরীক্ষা করছে গুগল

‘ডেস্কটপ শেয়ারিং হাব’ বা ‘ক্রোম শেয়ারিং মেন্যু’ নামে নতুন একটি ফিচার পরীক্ষা করছে গুগল। ব্রাউজারে শেয়ারের সব অপশনকে একটি সহজ ইন্টারফেইসের স্থানে নিয়ে আসতে চাইছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2021, 03:32 PM
Updated : 13 May 2021, 03:32 PM

ক্রোম বিষয়ক সংবাদের সাইট ক্রোম স্টোরিজ বলছে, ব্যবহারকারীরা নতুন ওই অপশনের ফলে একটি কেন্দ্রীয় স্থান থেকেই কিউআর কোড বানাতে পারবেন, ডিভাইসে শেয়ার করতে পারবেন, ট্যাব তৈরি করতে পারবেন এবং শেয়ার সংশ্লিষ্ট যে কোনো কাজ করতে পারবেন।

আপাতত ক্রোম ক্যানারির “শেয়ারিং-হাব-ডেস্কটপ-অমনিবক্স” ফ্ল্যাগের পেছনে রয়েছে এটি, এবং শুধু ক্রোম ৯২-এ ব্যবহার করা হয়েছে।

গুগল ক্রোম ২০২০ সাল থেকেই অনেকটা একই রকম রয়েছে। তেমন একটা ইউজার ইন্টারফেইস আপডেট আসেনি। গুগল অবশ্য সম্প্রতি প্রডাকটিভিটি ফিচার উন্নত করার চেষ্টা করছে আপডেটের মধ্য দিয়ে। তবে, ক্রোম ব্রাউজারে উইন্ডোজ ও ট্যাব গ্রুপের নাম বদল, শেয়ারিং হাবের মতো বিষয়াদি আসতে আরও সময় লাগবে।