টিকটকে পাওয়া যাবে চাকরির খবর

টিকটকে আসছে নতুন টুল। খুব শীঘ্রই প্ল্যাটফর্মটির মাধ্যমে চাকরি খুঁজতে পারবেন আগ্রহীরা। আপাতত ওই টুলটি পরীক্ষা করে দেখছে ছোট ভিডিও নির্মাণ অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 04:27 PM
Updated : 12 May 2021, 04:27 PM

প্রযুক্তিবিষয়ক সংবাদদাতা অ্যাক্সিওস এর প্রতিবেদন বলছে, টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা চাকরি, প্রতিষ্ঠান ও নিয়োগদাতা এবং ব্র্যান্ডগুলো প্রার্থী খুঁজতে পারবেন।

মূল টিকটক অ্যাপে ফিচারটি দেওয়া হবে না। শোনা যাচ্ছে, আলাদা একটি ওয়েব পেইজ থাকবে। সেখানেই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এসব বিজ্ঞপ্তির অধিকাংশই হবে প্রাথমিক পর্যায়ের। যেহেতু এটি টিকটক, তাই ব্যবহারকারীরা চাইলেই জীবনবৃত্তান্তের ভিডিও প্রকাশ করতে পারবেন, লিখিত কোনো কপির প্রয়োজন পড়বে না।

অ্যাক্সিওসের প্রতিবেদন বলছে, চাইলে নিজের প্রোফাইলেও যোগ করে নেওয়া যাবে জীবনবৃত্তান্তের ভিডিও। এভাবে ব্র্যান্ডগুলোর জন্য প্রার্থী খুঁজে পেতেও সুবিধা হবে।