দূর থেকেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নেবে স্যামসাং

আগামী মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস। কিন্তু কোভিড শঙ্কায় ওই আয়োজনে দূর থেকে অংশগ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2021, 12:23 PM
Updated : 11 May 2021, 12:23 PM

স্যামসাং এ প্রসঙ্গে বলছে, “আমাদের কর্মীদের, অংশীদারদের এবং ক্রেতাদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের এক নাম্বার অগ্রাধিকার, তাই আমরা এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আয়োজনে প্রত্যক্ষভাবে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছি।“ – এক ইমেইল বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ আয়োজনটি প্রতি বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় আয়োজিত হয়ে থাকে। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাস মহামারীর কারণে এটি বাতিল হয়ে যায় এবং ২০২১ সালের জুন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।

এরিকসনসহ অন্যান্য প্রতিষ্ঠানও আয়োজনে দূর থেকে অংশ নেওয়ার মতো একই ধরনের সিদ্ধান্ত জানিয়েছে।