চাঁদে অবতরণ প্রক্রিয়া নিয়ে কাজ বন্ধ স্পেসএক্সের

নাসার দুইশ’ ৯০ কোটি ডলারের চুক্তি জিতেছে স্পেসএক্স। চুক্তি অনুসারে প্রতিষ্ঠানটির এখন চাঁদে অবতরণ প্রক্রিয়া নিয়ে কাজ করার কথা। কিন্তু তারা তা করতে পারছে না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2021, 09:47 AM
Updated : 2 May 2021, 09:47 AM

কারণ চুক্তি জিততে না পারা দুই প্রতিষ্ঠান ব্লু অরিজিন ও ডায়ানেটিক্স অভিযোগ করেছে সরকারি এক সংস্থার কাছে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইউএস অ্যাকাউন্টেবিলিটি অফিসে’ অভিযোগ দায়ের করেছে ব্লু অরিজিন ও ডায়ানেটিক্স। এখন তাদের সে অভিযোগ পর্যালোচনা না করা পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছে নাসা।

নাসার মুখপাত্র মনিকা উইট এ প্রসঙ্গে বলেছেন, “এপ্রিলের ২৬ তারিখ নাসার নজরে আসে যে ব্লু অরিজিন ফেডারেশন এবং ডায়ানেটিক্স ‘অপশন এ’ মানুষ অবতরণ প্রক্রিয়া নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ করেছে ইউএস অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) –এ। জিএও অভিযোগ মেনে নাসা স্পেসএক্সকে এইচএলএস চুক্তির কাজ স্থগিত রাখতে বলেছে যতক্ষণ জিএও এ সংশ্লিষ্ট সব ধরনের জটিলতার অবসান না করে। নাসা এ অভিযোগের ব্যাপারে বাড়তি আর কোনো মন্তব্য করতে পারছে না।”

প্রথমে স্পেসনিউজে খবর এলেও, রয়টার্স, ভার্জসহ সবাই এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে। চ্যালেঞ্জের সময় অন্তত অগাস্টের চার তারিখ পর্যন্ত বাড়তে পারে।