টিকেট কেনা যাবে রকেটে মহাকাশে যাওয়ার

কিছুদিন পরেই সম্ভবত মহাকাশে যাওয়ার রকেট টিকেট কেনা যাবে। অন্তত ব্লু অরিজিনের সাম্প্রতিক প্রকাশিত ভিডিও তাই বলছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2021, 01:11 PM
Updated : 1 May 2021, 01:11 PM

অ্যামাজন প্রধান জেফ বেজোসের মালিকানাধীন এই মহাকাশ পর্যটন প্রতিষ্ঠানটি এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি দর্শকদের একটি ঠিকানার কথাই জানায়, আর সেটি হচ্ছে ব্লু অরিজিনের ওয়েবসাইট। আর সেই সাইটে বলা আছে - বিস্তারিত তথ্য আসছে আগামী ৫ মে। অবশ্য টিকেটের মূল্য বা ভ্রমণের তারিখ নিয়ে বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করা পর্যন্ত প্রতিষ্ঠানটি কিছুই বলেনি বলে জানিয়েছে সিএনএন।

ভিডিওতে শেপার্ড রকেট দেখিয়েছে ব্লু অরিজিন। এরই মধ্যে বেশ কিছু টেস্ট ফ্লাইটও সম্পন্ন করেছে শেপার্ড। এই শেপার্ড রকেটেই পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ প্রান্তে ভ্রমণপিপাসুদের নিয়ে যেতে চায় ব্লু অরিজিন।

নতুন শেপার্ড রকেটটির দুটি অংশ আছে। ছোট গম্বুজ আকারের ক্যাপসুল যেটিতে বেশ কয়েকটি আয়তাকার জানালা আছে। আর এর নিচে রয়েছে ৬০ ফিট দীর্ঘ রকেট বুস্টার যেটি উৎক্ষেপণের পর শব্দের প্রায় তিনগুণ গতিতে নিয়ে যায় মহাকাশের দিকে।

উৎক্ষেপণের পর ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটারে ওপরে গিয়ে ক্যাপসুলটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ভরশূন্য অবস্থায় কয়েক মিনিট থেকে এটি প্যারাসুটের সাহায্যে পৃথিবীতে ফিরে আসে।

বেফ বেজোস বলেছেন, তিনি প্রতি বছর অ্যামাজনের প্রায় ১০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ব্লু অরিজিনের খরচ জোগাচ্ছেন।