টেসলার কেনা বিটকয়েনের দাম এখন ২৪৮ কোটি ডলার

সম্প্রতি নিজেদের বিটকয়েন বিনিয়োগের ব্যাপারে জানিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা টেসলা। মার্চের ৩১ তারিখের হিসেব অনুযায়ী তাদের হাতে থাকা বিটকয়েনের ন্যায্য বাজার মূল্য দাঁড়িয়েছে দুইশ’ ৪৮ কোটি ডলারের ঘরে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 10:32 AM
Updated : 29 April 2021, 10:32 AM

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, কোনো কারণে যদি এখন বিটকয়েনকে নগদ অর্থে রূপান্তরিত করতে হয় টেসলার, তাহলেও হাতে একশ’ কোটি ডলারের মতো লাভ আসবে এ বিনিয়োগ থেকে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি এ গাড়ি নির্মাতা নিজেদের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ দেড়শ’ কোটি ডলার বিটকয়েনে বিনিয়োগ করার খবর জানিয়েছিল। প্রান্তিক চলাকালে নিজেদের বিনিয়োগ ১০ শতাংশ কমিয়েছিল টেসলা।

ডিজিটাল সম্পদ বিক্রি থেকে ২৭ কোটি ২০ লাখ ডলার এসেছে টেসলার যার মধ্যে দশ কোটি এক লাখকে “ইতিবাচক প্রভাব” হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

টেসলা আরও জানিয়েছে, মার্চের আগের তিন মাস বিটকয়েন সংক্রান্ত বিনিয়োগে মন্দাজনিত ক্ষতি হয়েছে দুই কোটি ৭০ লাখ ডলারের।