এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে

উইন্ডোজ ১০ পিসির ওয়েব ব্রাউজার এবং অ্যাপলের আইফোন ও আইপ্যাডের জন্য নিজেদের ক্লাউড গেইমিং সেবার বেটা সংস্করণ নিয়ে আসছে মাইক্রোসফটের এক্সবক্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 03:19 PM
Updated : 20 April 2021, 03:19 PM

মঙ্গলবার থেকেই সুবিধাটি পাবেন গেইমাররা। ফিচারটির সাহায্যে আগ্রহীরা মাইক্রোসফট এজ, গুগল ক্রোম বা অ্যাপলের সাফারি ইন্টারনেট ব্রাউজারে নিজ ডিভাইস থেকে একশ’ এক্সবক্স গেইম পাস টাইটেল খেলতে পারবেন।

শুধু নিজের ডিভাইস হলেই চলবে, বাড়তি কোনো ভিডিও গেইম কনসোলের প্রয়োজন পড়বে না। এতে করে অবস্থান ও ডিভাইসের উপর নির্ভর করতে হবে না গেইমারদেরকে। যেকোনো স্থান থেকে কনসোল ছাড়াও গেইম খেলতে পারবেন তারা।

বেটা সংস্করণ শুধু ‘এক্সবক্স গেইম পাস আল্টিমেট’ এর নির্বাচিত সদস্যরাই পাবেন। এক্সবক্সের ক্লাউড গেইমিং সেবার প্রধান ক্যাথরিন গ্লুকেস্টাইন সোমবার এক ব্লগ পোস্টে এ প্রসঙ্গে লিখেছেন। নির্বাচিত সদস্যদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে মাইক্রোসফট এক্সবক্স ক্লাউড গেইমিং সেবা নিয়ে আসে। নতুন ব্যবহারকারীদের প্রথম মাসে এক ডলারের বিনিময়ে খেলার সুযোগ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি।