শুধু ‘/’ চাপলেই সার্চ বক্সে ফিরতে দেবে গুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2021 08:07 PM BdST Updated: 16 Apr 2021 08:07 PM BdST
-
ছবি: রয়টার্স
নতুন সার্চ শর্টকাট নিয়ে এসেছে গুগল, এর সাহায্যে আরও দ্রুত সার্চ ফলাফল ঠিক করে নেওয়া যাবে। ব্যবহারকারীরা এখন থেকে সার্চ ফলাফল পেইজে শুধু “/” বাটনটি চেপেই সার্চ বক্সে গিয়ে উপস্থিত হতে পারবেন, এবং আরও বিস্তারিত পরিসরে সার্চ ফলাফল দেখে নিতে পারবেন।
৯টু৫গুগলের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীদেরকে সার্চ ফলাফল পেইজের নিচের বাম দিকের কোণায় এক বক্সে নতুন শর্টকাটের ব্যাপারে জানাচ্ছে গুগল। সার্চ ফলাফল পেইজে যে কোনো কি চাপলেই দেখানো হচ্ছে বক্সটিকে।
এ শর্টকাট ব্যবহার করলে ব্যবহারকারী সোজা সার্চ ফিল্ডে চলে যাবেন, এবং সেখানে মূল অনুসন্ধানের পাশে টেক্সট কার্সর ভেসে উঠবে। যে জিনিসটি ব্যবহারকারী খুঁজেছেন তার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে এমন অনেক বিস্তর পরিসরের পরামর্শও দেখাবে গুগল।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো ব্যবহারকারী স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সম্পর্কিত সার্চ ফলাফল খুঁজছেন, পাশাপাশি নতুন কোনো ব্যাপারও জানতে চাইছেন। সেক্ষেত্রে “/” চেপে ফের সার্চ বক্সে গিয়ে নতুন অনুসন্ধানের ব্যাপারে লিখে নতুন নতুন তথ্য জেনে নিতে পারবেন।
৯টু৫গুগলের প্রতিবেদন বলছে, গুগল সার্চের ‘ট্যাব অ্যাকসেসিবিলটি শর্টকাট’ হিসেবে থাকবে ফিচারটি। উল্লেখ্য, ফলাফল পেইজে ট্যাব বাটন চাপলে সব লিংক সামনে চলে আসে, এতে করে মাউস, কিবোর্ড বা ট্র্যাকপ্যাডের উপর নির্ভর করেই ওয়েবপেইজ খোলা সম্ভব হয়।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ