নন-অ্যাপল ডিভাইসেও চলবে অ্যাপলের ‘ফাইন্ড মাই’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2021 07:34 PM BdST Updated: 08 Apr 2021 07:34 PM BdST
অ্যাপল নিজেদের ‘ফাইন্ড মাই’ নেটওয়ার্কের পরিধি বাড়াচ্ছে। এখন থেকে তৃতীয় পক্ষের ডিভাইসেও সেবা দেবে প্রতিষ্ঠানটি। ফলে অ্যাপলের ফাইন্ড মাই নেটওয়ার্ক ব্যবহার করে খুঁজে বের করা যাবে অন্যান্য কয়েকটি প্রযুক্তি পণ্যও।
এরকম প্রযুক্তি পণ্যের মধ্যে রয়েছে বেলকিনের সাউন্ডফর্ম ইয়ারবাডস এবং চিপোলো ওয়ান স্পট আইটেম ট্র্যাকার। আগামী সপ্তাহেই বাজারে আসছে পণ্য দুটি। আসার পর ক্রেতাদের চোখে পড়বে পণ্যের গায়ে লাগানো “ওয়ার্কস উইথ অ্যাপল ফাইন্ড মাই” ব্যাজ।
প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যাপের ‘আইটেমস’ ট্যাব থেকে নতুন ডিভাইস যোগ করে নেওয়া যাবে।
ফাইন্ড মাইয়ের মাধ্যমে কোনো কিছু খোঁজার সময় অ্যাপের ম্যাপ ইন্টারফেইসে তা দেখা যাবে। চাইলে ডিভাইসে আওয়াজ বাজিয়েও খুঁজে নেওয়া যাবে। এ ছাড়াও ‘লস্ট মোড’ ব্যবহার করে অ্যাপল আইডি দিয়ে ডিভাইস লক করে নেওয়া যাবে, এতে করে অন্য কেউ কোনো আইডি দিয়ে ডিভাইসটি চালাতে পারবে না।
গত বছরের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্সে প্রথমবারের মতো ফাইন্ড মাইয়ের পরিধি বাড়ানোর কথা জানায় অ্যাপল। এরপর আর এ নিয়ে কোনো কিছু বলেনি প্রতিষ্ঠানটি।
অবশেষে গত সপ্তাহে অ্যাপ স্টোরে দেখা মেলে ‘ফাইন্ড মাই সার্টিফিকেশন অ্যাসিস্টেন্ট’ এর। ওই সফটওয়্যারটি এমএফআই (মেড ফর আইফোন) অনুমোদনধারীদের নেটওয়ার্কে ডিভাইসটি পরীক্ষার সুযোগ দেয়, এবং অ্যাপলের কাছে সনদের জন্য সংগৃহীত ডেটা জমা দিতে দেবে।
-
ইউরোপ সফরে যাচ্ছেন ইনটেল প্রধান
-
৪ বছরে আরো ৩৫ হাজার ডিজিটাল ল্যাব: পলক
-
ফেইসবুকের বিজ্ঞাপন টুলে আসছে পরিবর্তন
-
বিজ্ঞাপনী আয়ের আওতা বাড়াচ্ছে অ্যাপল
-
র্যানসমওয়্যারের কবলে অ্যাপল সরবরাহক কোয়ান্টা
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
-
হাতের তালু স্ক্যানে মুদি সামগ্রী কিনতে দেবে অ্যামাজন
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার