ডিসলাইক কাউন্ট সরানোর পরীক্ষায় ইউটিউব

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন কিছু ইন্টারফেইস নকশা পরীক্ষা করে দেখার পরিকল্পনা করেছে ইউটিউব। নতুন নকশায় কোনো ভিডিও কত ডিসলাইক পেয়েছে তা গোপন রাখবে প্রতিষ্ঠানটি। তবে, ডিসলাইক বাটন আগের মতোই ব্যবহার করতে পারবেন সাবস্ক্রাইবাররা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2021, 09:04 AM
Updated : 31 March 2021, 09:04 AM

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডিসলাইক বাটনে কতজন চেপেছেন তা শুধু রিয়েল টাইমে আপডেট হবে না। কনটেন্ট নির্মাতারা অবশ্য এ সম্পর্কে জানতে পারবেন। তারা এসব তথ্য দেখতে পাবেন ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে।

ইউটিউব পদক্ষেপটি কনটেন্ট নির্মাতাদের “ভালো থাকা এবং ডিসলাইক ক্যাম্পেইনের” প্রতিক্রিয়ায় নিয়েছে বলে জানিয়েছে। তবে, ইউটিউব উল্লেখ করেছে, প্রতিক্রিয়া জানাতে ডিসলাইক বাটনের ব্যবহার এবং রেকমেন্ডশনের ক্ষেত্রে বাটনটির ভূমিকা আগের মতোই থাকবে।

শুরুতে কিছু ব্যবহারকারীর ডিসলাইক কাউন্ট দেখাবে না প্ল্যাটফর্মটি।

ডিসলাইক বাটন নিয়ে ২০১৮ থেকে ভাবছে ইউটিউব। ওই বছরে তাদের বার্ষিক ‘ইউটিউব রিওয়াইন্ড’ ভিডিওটি প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিও হিসেবে নাম লেখায়। এর এক বছর পরে প্রতিষ্ঠানটি জানায়, তারা বাই ডিফল্ট রেটিং গণনা এবং বাটনটি সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা করছে।

এনগ্যাজেট মন্তব্য করেছে, ইউটিউব যে ডিসলাইক বাটন নিয়ে মাথা ঘামাচ্ছে, সেদিকেই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পদক্ষেপটি।