ছবি ফাঁস: স্যামসাং ট্যাব এ৭ লাইটের সাশ্রয়ী চেহারা

স্যামসাংয়ের অঘোষিত ‘ট্যাব এ৭ লাইট’ ট্যাবলেটের ছবি ফাঁস হয়েছে সম্প্রতি। ছবি দেখে মনে হচ্ছে ডিভাইসটি বাজেট সাশ্রয়ী হবে, পেছনের দিকে একটি ক্যামেরা থাকবে, কিন্তু কোনো ফ্ল্যাশ থাকবে না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2021, 12:54 PM
Updated : 29 March 2021, 12:54 PM

খবর রটেছে, ট্যাবলেটটির ভেতরে থাকবে মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর এবং তিন গিগাবাইট র‌্যাম। আরও থাকবে পাঁচ হাজার একশ’ মিলিঅ্যাম্প আওয়ার সক্ষমতার ব্যাটারি।

ট্যাব এ৭-এর ছবি ফাঁস করেছেন ভয়েসের তথ্য ফাঁসকারী খ্যাত ইভান ব্লাস।

ফেব্রুয়ারিতে অপর এক তথ্য ফাঁসকারী ‘ওয়াকিং ক্যাট’ জানিয়েছিলেন, জুনে দুটি ট্যাবলেট আনতে পারে স্যামসাং। ওই দুটির একটি হবে ‘ট্যাব এ৭ লাইট’, অন্যটি গ্যালাক্সি ট্যাব এস৭ লাইট। গ্যালাক্সি ট্যাব এস৭ লাইটে থাকবে ১২.৭ ইঞ্চি আকারের পর্দা। আর এ৭ লাইট ট্যাবে দেখা যাবে ৮.৭ ইঞ্চি পর্দা।

গ্যালাক্সিক্লাব ডটএনএল এক প্রতিবেদনে এর আগে উল্লেখ করেছিল, এস৭ লাইটে ৫জি এবং ওয়াই-ফাই অনলি সংযুক্ততা থাকতে পারে। এতে প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৫০জি, এবং এর র‌্যাম হতে পারে চার গিগাবাইট।

শোনা যাচ্ছে, গোলাপী, সবুজ, কালো এবং রুপালী রংয়ে আসতে পারে ট্যাবটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সৃজনশীল কাজের জন্য নয়, সাধারণ মিডিয়া উপভোগের কাজে ব্যবহারের জন্য ট্যাব দুটি ভালো কাজে দেবে।