কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন ডরসি-পিচাই-জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2021 08:06 PM BdST Updated: 25 Mar 2021 08:06 PM BdST
-
ছবি: রয়টার্স
ফেইসবুক, গুগল এবং টুইটারের প্রধান নির্বাহীরা হাজির হচ্ছেন মার্কিন কংগ্রেসের সামনে। সম্ভবত তারা চরমপন্থী, ভুল তথ্য এবং তাদের পরিষেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। ৬ জানুয়ারি ট্রাম্পপন্থী উগ্র সমর্থকদের মার্কিন ক্যাপিটলে আক্রমণের পর এই প্রথম এরা কংগ্রেসের মুখোমুখি হচ্ছেন।
‘হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র দুটি উপকমিটির যৌথ শুনানিতে বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতি দেখা যাবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডর্সি'র।
প্যানেলটিতে রিপাবলিকানরা সম্ভবত, তাদের ভাষায়, রক্ষণশীল কণ্ঠকে দমিয়ে রাখার জন্য প্রতিষ্ঠান তিনটির সমালোচনা করবেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ৬ জানুয়ারির সহিংসতায় প্ররোচনা দানের অভিযোগে নিষিদ্ধ করেছে টুইটার, ফেইসবুক তার স্বাধীন বোর্ডের কাছে জানতে চেয়েছে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কি না, এবং তিনি এখনও ইউটিউব থেকে সাময়িকভাবে স্থগিত রয়েছেন।
এরই মধ্যে কিছু সংখ্যক মার্কিন জনপ্রতিনিধি ‘কমিউনিকেশন্স ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারার বিলোপ চাচ্ছেন। বিশেষ এই আইনটি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে তাদের ব্যবহারকারীদের আচরণ বিষয়ে দায়মুক্তি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কিছু ডেমোক্রেট বিল ক্লিনটনের আমলে করা এই ধারাটি বিলোপের পক্ষে।
বুধবার প্রকাশিত লিখিত বক্তব্যে ফেইসবুক যুক্তি দিয়ে বলেছে যে, প্ল্যাটফর্ম যদি ‘আন্তরিকভাবে’ ভুল তথ্য অপসারণের উদ্যোগ নেয় তবে সেই প্ল্যাটফর্মের জন্য দায়মুক্তির বিধান রেখেই ধারা ২৩০-এর সংশোধণী আনা উচিত।
তবে, এনার্জি অ্যান্ড কমার্স কমিটির প্রধান ফ্রাঙ্ক প্যালোন হতাশা প্রকাশ করেছেন। তার বক্তব্য হলো, বছরের পর বছর চাপ দেওয়া সত্বেও ভুল তথ্য প্রচারের কোনো সমাধান প্ল্যাটফর্মগুলো আনেনি।
সাম্প্রতিক একটি মেমোতে তিনি এ-ও ইঙ্গিত করেন যে, ফেইসবুক এবং ইউটিউবের অ্যালগরিদম চরমপন্থী প্রচারণার সহায়ক এবং টুইটার শ্বেত আধিপত্য সমর্থক জাতীয়তাবাদীদের ঠেকাতে যথেষ্ট দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়নি।
এই তিন সিইও'র সবাই এর আগে একাধিকবার কংগ্রেসের সামনে হাজির হয়েছেন। এদের মধ্যে ফেইসবুকের মার্ক জাকারবার্গ ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সাতবার হাজির হয়েছেন।
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
-
টুইটারের দাম কমানোর ইঙ্গিত মাস্কের কণ্ঠে
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস