পার্সোনালাইজড বিজ্ঞাপন ‘বাধ্যতামূলক’ করছে টিকটক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2021 08:05 PM BdST Updated: 18 Mar 2021 08:05 PM BdST
-
ছবি: রয়টার্স
এতোদিন চাইলে পার্সোনালাইজড বিজ্ঞাপন এড়াতে পারতেন টিকটক ব্যবহারকারীরা। কিন্তু আগামী এপ্রিল থেকে সে সুযোগ আর থাকছে না। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এপ্রিলের ১৫ তারিখ থেকে ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন বাধ্যতামূলক করছে টিকটক। এ ব্যাপারে এক নোটিশে টিকটক জানিয়েছে, “আপনার সেটিংস পরিবর্তিত হয়ে যাবে এবং আপনি টিকটকে যা করেন, সেটির ভিত্তিতে বিজ্ঞাপন দেখা শুরু করবেন।”
টিকটক ব্যবহারকারীরা এতোদিন সেটিংস থেকে ‘পার্সোনালাইজড’ বিজ্ঞাপন বন্ধ রাখতে পারতেন, শুধু বিজ্ঞাপনদাতাদের সাধারণ বার্তা দেখতে হতো তাদের।
টিকটকের নোটিশটির ব্যাপারে প্রথমে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ফেইসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক দিন ধরেই এ পথে চলছে। এবার টিকটকও যোগ দিল সে তালিকায়। তবে, অন্যান্য ওয়েবসাইটে ও অ্যাপের কর্মকাণ্ড যাতে টিকটক ট্র্যাক না করতে পারে, সে ব্যাপারটি চাইলেই বন্ধ রাখা যাবে। ব্যবহারকারীদেরকে সে সুযোগ দেবে টিকটক।
খুব শীঘ্রই আইওএস ১৪.৫ নিয়ে আসছে অ্যাপল। ওই সংস্করণ চলে আসার পর থেকে সব ডেভেলপারকে ব্যবহারকারীর অনুমতি নিয়ে অন্য অ্যাপ ও ওয়েবসাইটে তার গতিবিধি ট্র্যাক করতে হবে। ঠিক এরকম একটি সময়ে এলো টিকটকের এই ঘোষণা।
অ্যাপলের এ পদক্ষেপের কারণে ডেভেলপাররা নিজ নিজ বিজ্ঞাপন নীতিতে পরিবর্তন আনছে। যেমন, গত মাসে লিংকডইন জানিয়েছে, ডিভাইস শনাক্তকারী ডেটা সংগ্রহ একেবারে বন্ধ করে দিচ্ছে তারা।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে