অ্যামাজনে এলজিবিটিকিউদের মানসিক অসুস্থ বলা বইয়ের স্থান নেই
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2021 06:32 PM BdST Updated: 15 Mar 2021 06:32 PM BdST
এলজিবিটিকিউ ব্যক্তিদের মানসিকভাবে অসুস্থ হিসেবে দেখায় এমন কোনো বই অ্যামাজন বিক্রি করবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের এক চিঠির জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছে বই বিক্রিতে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানটি।
লেখক রায়ান টি. অ্যান্ডারসনের ‘হেয়েন হ্যারি বিকেইম স্যালি: রেসপন্ডিং টু দ্য ট্রান্সজেন্ডার মুভমেন্ট’ বইটির কোনো প্রিন্ট, ই বুক বা অডিও বুক কেন সাইটটিতে পাওয়া যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে অ্যামাজন তার অবস্থান জানায় বলে উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে।
মিডিয়ায় মানুষের লিঙ্গ পরিচয় যেভাবে চিত্রিত হয় তার পাশাপাশি এই বিষয়ে জননীতির বিশ্লেষণ কেমন হতে পারে তারই উত্তর খোঁজার চেষ্টা রয়েছে বইটিতে। আদতে এই উত্তর খোঁজার বিষয়টি নির্দোষ অন্মেষণ মনে হলেও বইটিতে ট্রান্সজেন্ডার মানুষদের চিত্রিত করার বেলায় লেখক বিজ্ঞানের চেয়ে ভাবাদর্শকেই বেছে নিয়েছেন বলে গ্রন্থ সমালোচনায় উল্লেখ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
অ্যামাজনের জন নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান হুসম্যান বলছেন, “আমাদের স্টোরগুলিতে যে সব পণ্য বিক্রি করি সেগুলো সতর্কতার সঙ্গে যাচাই করি এবং নিয়মিতভাবে আমাদের পদ্ধতির পর্যালোচনা করি”।
“এলজিবিটিকিউ+ পরিচয়কে মানসিক রোগ হিসাবে চিহ্নিত করে করে এমন বই বিক্রি না করার পথ আমরা বেছে নিয়েছি।”-- বলেন তিনি।
উল্লিখিত ওই চিঠিতে ফ্লোরিডার মার্কো রুবিও, ইউটা’র মাইক লি, ইন্ডিয়ানার মাইক ব্রাউন এবং মিসৌরির জশ হাওলি বলেছেন, “অ্যামাজনের এই পদক্ষেপ আসলে জানিয়ে দিচ্ছে যে, প্ল্যাটফর্মটি রক্ষণশীল আমেরিকানদের মতামতকে স্বাগত জানায় না”।
হুসম্যান দাবি করছেন, অ্যামাজন তার গ্রাহকদেরকে "বিভিন্ন ধরনের পণ্য থেকে বেছে নিতে দেয় যা নানারকম মানুষের প্রতিনিধিত্ব করে"।
অপরদিকে লেখক অ্যান্ডারসন বলছেন, আমাজন মতামতের প্রকাশকে বাধা দিচ্ছে। “গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক বন্ধ করে দেওয়া থেকে ভালো কিছু আসতে পারে না।” - তিনি বলেন।
“অ্যামাজন তার বিশাল ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ধারণার এই প্ল্যাটফর্মটিকে বিকৃত করে ফেলছে এবং এর মাধ্যমে তার ক্রেতার সঙ্গে প্রতারণা করছে।”
অ্যামাজন এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স