টুইটারে দেখা মিলতে পারে ‘শপ’ বাটনের

টুইটের জন্য নতুন ই-কমার্স ফিচার পরীক্ষা করছে টুইটার। মাইক্রোব্লগিং সাইটটি বলছে, নতুন নকশায় টুইট দেখানোর কথা ভাবছে তারা – যেখানে টুইট থেকেই লিংকে ক্লিক করে ই-কমার্স পণ্যের পেইজে যাওয়া যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2021, 01:18 PM
Updated : 8 March 2021, 01:18 PM

টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নতুন টুইটার কার্ড কাঠামোতে দেখা মিলবে শপ বাটনের। সরাসরি টুইটেই লেখা থাকবে পণ্যের বিস্তারিত। এরকম বিস্তারিত’র মধ্যে থাকবে পণ্যের নাম, প্রতিষ্ঠানের নাম, পণ্যের মূল্য ইত্যাদি তথ্য।

নিজেদেরকে নির্মাতা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাইছে টুইটার। ই-কমার্স ফিচার ওই ইচ্ছা পূরণের অংশ হিসেবে কাজ করতে পারে বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে তেলেঙ্গানা টুডে। সাম্প্রতিক সময়ে ‘সুপার ফলো’ সাবস্ক্রিপশন নিয়ে আসার পরিকল্পনাও জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।

সুপার ফলো ফিচারে অর্থের বিনিময়ে বিশেষ কনটেন্ট, নিউজলেটার, সমর্থনকারী ব্যাজ এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

আরও “কেনাকাটা যোগ্য” টুইট কাঠামো নির্মাতাদের জন্য সরাসরি ভক্তদের কাছে পণ্য বিক্রি করার সুবিধা নিয়ে আসবে। গত সপ্তাহে ‘ইনভেস্টর ডে’ আয়োজনে টুইটার বিনিয়োগকারীদের এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে জানিয়েছে। তবে, বিস্তারিত কোনো কিছু এখনও বলেনি প্রতিষ্ঠানটি।

ওই আয়োজনে টুইটার রেভিনিউ লিড ব্রুস ফ্যালক বলেন, “আমরা টুইটারে আরও ভালোভাবে ব্যবসা সমর্থনের রাস্তা খুঁজছি। আমরা জানি মানুষ টুইটারে আসে ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে এবং নিজেদের পছন্দের পণ্য নিয়ে আলোচনা করতে। সত্যি বলতে, আপনি হয়তো দেখবেন কিছু ব্যবসা এরই মধ্যে সৃজনশীল পন্থায় আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছে।”