অ্যামাজনের স্ক্রিন রেকর্ড অ্যাপ এখন আইওএস-এও

নভেম্বরে ‘গেইমঅন’ অ্যাপ আনার খবর জানিয়েছিল অ্যামাজন। অ্যাপটির মাধ্যমে ছোট আকারে গেইম খেলার ভিডিও রেকর্ড করে তা শেয়ার করা যায়। শুরুতে শুধু অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য আনলেও, এবার গেইমটি আইওএস প্ল্যাটফর্মের জন্যও এনেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2021, 12:38 PM
Updated : 3 March 2021, 12:38 PM

টেকক্রাঞ্চের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন আইওএস-এ ডাউনলোড করে নিতে পারবেন গেইমঅন।

বর্তমানে পাবজি মোবাইল, ক্রসি রোড ২ এর মতো এক হাজারেরও বেশি মোবাইল গেইমের সঙ্গে কাজ করে গেইমঅন। ৩০ সেকেন্ড থেকে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ক্লিপ ধারণ করতে দেয় অ্যাপটি।

চাইলে অ্যাপের সাহায্যে ধারণ করা ভিডিও সম্পাদনাও করে নিতে পারেন ব্যবহারকারীরা। ভিডিও’র সঙ্গে লাইভ ধারভাষ্য জুড়ে নেওয়া যাবে, গেইম খেলার সময় নিজের প্রতিক্রিয়াও রেকর্ড করা যাবে।

অ্যাপের মূল ধারণাটি হলো ‘হাইলাইট রিলস’ বা ‘ওয়াকথ্রু’র মতো কনটেন্ট শেয়ার করা। অন্যরা অ্যাপের মাধ্যমে কোন কোন ভিডিও ধারণ করছেন তা-ও দেখা সম্ভব হবে। ধারণ করা ক্লিপ অ্যাপের মাধ্যমেই ফেইসবুক, ‍টুইটারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।