অ্যান্ড্রয়েডেও এলো টুইটারের ক্লাবহাউস প্রতিদ্বন্দ্বী স্পেসেস
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 02:14 PM BdST Updated: 03 Mar 2021 02:14 PM BdST
-
ছবি: রয়টার্স
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের অডিও চ্যাটরুম ‘স্পেসেস’ এর দরজা খুলে দিয়েছে টুইটার। সম্প্রতি এক টুইট বার্তায় এ ব্যাপারে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
জানুয়ারিতে আইওএস প্ল্যাটফর্মের জন্য স্পেসেসের সীমিত সংস্করণ নিয়ে এসেছিল টুইটার। টুইটারের আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সবাই স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারলেও, খুব অল্প কয়েকজন-ই স্পেসেসের মাধ্যমে রুম হোস্ট করতে পারেন। প্রতিষ্ঠানটি অবশ্য আগেই জানিয়েছিল, 'খুব ছোট একটি মতামত দাতা দল' দিয়ে শুরু করছে তারা।
এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদেরও এতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হলো, এবং টুইটার জানিয়েছে, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে ওই সেবায় অগ্রাধিকার দেবে তারা।
টুইটারের সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীও এখন থেকে স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারবেন। তবে, কবে নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্পেসেস হোস্ট করতে পারবেন, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র বলছেন, “শীঘ্রই” অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সুযোগটি আসছে।
কণ্ঠনির্ভর ফিচার নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করছে টুইটার। বেটা সংস্করণে স্পেসেস আনা ছাড়াও গত জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য অডিও টুইট নিয়ে এসেছে তারা। ১৪০ সেকেন্ড সময়সীমায় সীমিত কিছু ব্যবহারকারীকে অডিও বার্তা রেকর্ড ও পাঠানোর সুযোগ করে দিয়েছে ফিচারটি।
এ ছাড়াও গত মাসে কণ্ঠনির্ভর সরাসরি মেসেজ পাঠানোর সেবা নিয়ে ভারতে হাজির হয়েছে টুইটার। দেশটির আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছেন।
অডিও বার্তায় ক্যাপশন দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল টুইটার। এ বছরই অডিও এবং ভিডিও টুইটে স্বয়ংক্রিয় ক্যাপশন নিয়ে আসবে বলে জানিয়েছে সেবাটি।
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
-
হাতের তালু স্ক্যানে মুদি সামগ্রী কিনতে দেবে অ্যামাজন
-
অনলাইন হয়রানি ঠেকাতে নতুন ফিচার ইনস্টাগ্রামে
-
টিকটকের সামনে ঝুলছে বিলিয়ন পাউন্ডের মামলা
-
এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে
-
মঙ্গলাকাশে উড়ল পৃথিবীর কপ্টার ‘ইনজেনুয়িনিটি’
-
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)