অ্যান্ড্রয়েডেও এলো টুইটারের ক্লাবহাউস প্রতিদ্বন্দ্বী স্পেসেস
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 02:14 PM BdST Updated: 03 Mar 2021 02:14 PM BdST
-
ছবি: রয়টার্স
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিজেদের অডিও চ্যাটরুম ‘স্পেসেস’ এর দরজা খুলে দিয়েছে টুইটার। সম্প্রতি এক টুইট বার্তায় এ ব্যাপারে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
জানুয়ারিতে আইওএস প্ল্যাটফর্মের জন্য স্পেসেসের সীমিত সংস্করণ নিয়ে এসেছিল টুইটার। টুইটারের আইওএস অ্যাপ ব্যবহারকারীরা সবাই স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারলেও, খুব অল্প কয়েকজন-ই স্পেসেসের মাধ্যমে রুম হোস্ট করতে পারেন। প্রতিষ্ঠানটি অবশ্য আগেই জানিয়েছিল, 'খুব ছোট একটি মতামত দাতা দল' দিয়ে শুরু করছে তারা।
এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীদেরও এতে যোগ দেওয়ার সুযোগ তৈরি হলো, এবং টুইটার জানিয়েছে, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে ওই সেবায় অগ্রাধিকার দেবে তারা।
টুইটারের সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীও এখন থেকে স্পেসেসে যোগ দিতে এবং শুনতে পারবেন। তবে, কবে নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্পেসেস হোস্ট করতে পারবেন, তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। মাইক্রোব্লগিং সাইটটির মুখপাত্র বলছেন, “শীঘ্রই” অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সুযোগটি আসছে।
কণ্ঠনির্ভর ফিচার নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করছে টুইটার। বেটা সংস্করণে স্পেসেস আনা ছাড়াও গত জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য অডিও টুইট নিয়ে এসেছে তারা। ১৪০ সেকেন্ড সময়সীমায় সীমিত কিছু ব্যবহারকারীকে অডিও বার্তা রেকর্ড ও পাঠানোর সুযোগ করে দিয়েছে ফিচারটি।
এ ছাড়াও গত মাসে কণ্ঠনির্ভর সরাসরি মেসেজ পাঠানোর সেবা নিয়ে ভারতে হাজির হয়েছে টুইটার। দেশটির আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছেন।
অডিও বার্তায় ক্যাপশন দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছিল টুইটার। এ বছরই অডিও এবং ভিডিও টুইটে স্বয়ংক্রিয় ক্যাপশন নিয়ে আসবে বলে জানিয়েছে সেবাটি।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)