কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 04:05 PM BdST Updated: 01 Mar 2021 04:05 PM BdST
-
ছবি: রয়টার্স
গোটা বিশ্বে প্রিমিয়াম অ্যাপে ভোক্তাদের খরচ বাড়বে। খরচ বাড়তে দেখা যাবে ‘ইন-অ্যাপ পারচেস’ এবং অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর সাবস্ত্রিপশনেও। ২০২৫ সাল নাগাদ এ খাতে মোট খরচ গিয়ে দাঁড়াবে বার্ষিক ২৭ হাজার কোটি ডলারে।
হিসেবে ২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতিতে অ্যাপে খরচ করার হার যা বেড়েছে, সেটির চেয়ে প্রায় আড়াই শতাংশ বাড়বে। সম্প্রতি এ সম্পর্কিত ডেটা প্রকাশ করেছে অ্যাপ বিশ্লেষক সংস্থা সেন্সর টাওয়ার। কোভিড-১৯ বিশ্বে মোবাইল অ্যাপে খরচ বছরান্তের হিসেবে ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার একশ’ কোটি ডলারে।
সেন্সর টাওয়ারের ডেটা বলছে, প্রতি বছর খরচ বৃদ্ধির হার আগামী পাঁচ বছরে মহামারী পূর্ব মাত্রায় ফিরে আসবে। তবে, দুই অ্যাপ স্টোরেরই গড় আয় ১৯.৫ শতাংশ ‘বার্ষিক সার্বিক হারে’ বাড়বে, এটি ২০২৫ সাল নাগাদ ২৭ হাজার কোটি ডলারে পৌঁছে যাবে।
ডেইলি পাইওনিয়ারের প্রতিবেদন বলছে, অ্যাপ স্টোর ২০২৫ সালে সার্বিকভাবে বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) ২৫ শতাংশ হয়ে বার্ষিক ১৮ হাজার পাঁচশ কোটি ডলারে পৌঁছাবে। অন্যদিকে গুগল প্লে স্টোর সার্বিকভাবে বার্ষিক বৃদ্ধির হার দেখবে ১৭ শতাংশ, আগামী পাঁচ বছরের মধ্যে পৌঁছাবে বার্ষিক আট হাজার পাঁচশ কোটি ডলারে।
বৈশ্বিক প্রবণতার চেয়ে কিছুটা ধীরগতিতে বাড়বে যুক্তরাষ্ট্রের ভোক্তা খরচ, ২০২৫ সালে দুই অ্যাপ স্টোরের সম্মিলিত সিএজিআর ১৭.৭ শতাংশ হয়ে দাঁড়াবে সাত হাজার চারশ’ কোটি ডলারে। এর মধ্যে অ্যাপলের সিএজিআর ১৯.৬ শতাংশ বেড়ে হবে পাঁচ হাজার একশ কোটি ডলার। অন্যদিকে, গুগলের দুই হাজার তিনশ’ কোটি ডলার, সিএজিআর হবে ১৪ শতাংশ।
আগামীতে নন-গেইমিং অ্যাপের আয়ও অনেক বাড়বে। নন-গেইমিং অ্যাপে মানুষের খরচ ২০২৫ সাল নাগাদ ১০ হাজার সাতশ’ কোটি ডলারে গিয়ে ঠেকবে। অন্যদিকে, গেইমিং অ্যাপের খরচ গিয়ে ঠেকবে সাত হাজার আটশ’ কোটি ডলারে।
-
কেলেঙ্কারি ধামাচাপার মেইল ভুলে পত্রিকা অফিসে!
-
বৈদ্যুতিক এসইউভি ‘ইকিউবি’ দেখালো মার্সেইডিজ-বেঞ্জ
-
হাতের তালু স্ক্যানে মুদি সামগ্রী কিনতে দেবে অ্যামাজন
-
অনলাইন হয়রানি ঠেকাতে নতুন ফিচার ইনস্টাগ্রামে
-
টিকটকের সামনে ঝুলছে বিলিয়ন পাউন্ডের মামলা
-
এক্সবক্স ক্লাউড গেইম এলো পিসি ও অ্যাপল ডিভাইসে
-
মঙ্গলাকাশে উড়ল পৃথিবীর কপ্টার ‘ইনজেনুয়িনিটি’
-
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ
সর্বাধিক পঠিত
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল