গুগল, অপো, শাওমি'র 'ফোল্ডিং' পর্দা বানাবে স্যামসাং

গুগল, অপো, শাওমির মতো প্রতিষ্ঠানের জন্য ফোল্ডএবল ওলেড পর্দা বানানোর লক্ষ্যে কাজ করছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 10:16 AM
Updated : 26 Feb 2021, 10:16 AM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ক্ল্যামশেল পর্দার ফোল্ডএবল স্মার্টফোনের নকশা নিয়ে কাজ করছে অপো৷ ডিভাইসটি ভাঁজ হবে ওপর থেকে নীচের দিকে৷

ডিভাইসটির ভাঁজ খোলা অবস্থায় পর্দার মাপ হবে ৭.৭ ইঞ্চি৷ আর বাইরের পর্দার মাপ হতে পারে দেড় থেকে দুই ইঞ্চি৷

ভেতরের দিকে ভাঁজ করা যাবে এমন স্মার্টফোনের দিকে নজর রয়েছে আরেক চীনা প্রতিষ্ঠান শাওমির৷ ৮.০৩ ইঞ্চি পর্দার ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি৷

এদিকে ৭.৬ ইঞ্চি ফোল্ডএবল ওলেড পর্দা বানাতে স্যামসাংকে অনুরোধ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলও৷

সম্প্রতি নতুন ক্ল্যামশেল নকশার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট আবেদন করেছে স্যামসাং৷ গ্যালাক্সি জেড ফ্লিপ ৫জি ধাঁচের এই স্মার্টফোনটির বাইরে আরও বড় পর্দা এবং কব্জা রাখতে পারে প্রতিষ্ঠানটি৷

ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের ফোল্ডএবল স্মার্টফোনটিতে নতুন নকশার কব্জার কারণে শুধু ফ্লেক্স মোডই সমর্থন করবে না, ভেতরে কোনো ফাঁকা না রেখেই ডিভাইস ভাঁজ করা যাবে৷

বাইরে ডুয়াল ক্যামেরার বদলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ট্রিপল ক্যামেরা মডিউল আনতে পারে স্যামসাং৷ ভেতরে থাকছে না কোনো পাঞ্চ-হোল ক্যামেরা৷