স্মার্ট গ্লাসের জন্য ফেইশল রিকগনিশনে নজর ফেইসবুকের

নতুন স্মার্ট গ্লাসে ফেইশল রিকগনিশন প্রযুক্তি যোগ করা হতে পারে বলে জানিয়েছেন ফেইসবুকের হার্ডওয়্যার প্রধান অ্যান্ড্রু বজওয়ার্থ। গ্রাহক চাইলেই শুধু এই প্রযুক্তি যোগ করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2021, 07:33 AM
Updated : 26 Feb 2021, 07:33 AM

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার ইনস্টাগ্রাম ভিডিওতে অনুসারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ফেইশল রিকগনিশন যোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন বজওয়ার্থ।

এক অনুসারী প্রশ্ন করেছেন, “স্মার্ট গ্লাস পণ্যে ফেইসবুক কী ফেইশল রিকগনিশন যোগ করার কথা বিবেচনা করছে?” জবাবে বজওয়ার্থ বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

বজওয়ার্থ আরও বলেছেন, “আসলে এটি এমন একটি বিতর্ক, যা সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করতে হবে। মানুষ যদি এটি না চায়, আমাদের এটি সরবরাহ করতে হবে না। যে কোনোভাবেই পণ্যটি ভালো হবে।”

ফেইসবুকের হার্ডওয়্যার প্রধান আরও উল্লেখ করেছেন, ফেইশল রিকগনিশন, অলওয়েজ অন ক্যামেরা এবং মাইক্রোফোন অনেকভাবেই অপব্যবহার করা হতে পারে এবং সেকারণে এটি নিয়ে নৈতিক উদ্বেগের বিষয়ও রয়েছে।

ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে বজওয়ার্থ আরও একবার নিশ্চিত করেছেন, আগামী বছরই রেই-ব্যান নির্মাতা লুক্সোটিকার সঙ্গে অংশীদারিত্বে স্মার্ট গ্লাস বাজারে আনার পথে রয়েছে ফেইসবুক।