মিয়ানমার সেনাবাহিনীর ‘মূল পেইজ’ সরালো ফেইসবুক

মিয়ানমার সামরিক বাহিনীর মূল পেইজ মুছে দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান ফেইসবুক৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2021, 12:06 PM
Updated : 21 Feb 2021, 12:06 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সহিংসতা ঘটাতে পারে এমন পোস্ট নিষিদ্ধ- এই নীতির আওতায় পেইজটি মুছে দেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

চলতি বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এর রেশ ধরে সারা দেশ জুড়ে অভ্যুত্থানবিরোধী আন্দোলন শুরু হয়।

পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত হওয়ার পরদিনই পেইজটি মুছে দিল সামাজিক মাধ্যমটি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, "একাধিকবার ক্ষতিসাধন করেছে ও সহিংসতার উদ্রেক ঘটানো পোস্ট নিষিদ্ধ করার নীতিমালা বারবার লঙ্ঘনের কারণে আমাদের বৈশ্বিক নীতিমালার সঙ্গে তাল দিয়ে 'তাতমাদাও ট্রু ইনফরমেশন টিম' পেইজটি সরিয়ে নিয়েছে।"

মিয়ানমার সামরিক বাহিনী তাতমাদাও নামে পরিচিত। রোববার এর ট্রু নিউজ পেইজটি আর ফেইসবুকে পাওয়া যায়নি।

সামরিক বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।