মার্চেই ফের কংগ্রেসের মুখোমুখি তিন প্রযুক্তি মোড়ল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 06:37 PM BdST Updated: 19 Feb 2021 06:37 PM BdST
-
ছবি: রয়টার্স
আগামী মাসেই আরেক দফা কংগ্রেস শুনানির মুখোমুখি হচ্ছেন বেশ কিছু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা৷ এবারে প্ল্যাটফর্মে ভুয়া তথ্যের বিষয়ে আলোচনা করবেন তারা৷
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'র প্রতিবেদন বলছে, ২৫ মার্চ মার্কিন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সদস্যদের মুখোমুখি হবেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগল প্রধান সুন্দার পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডরসি৷
নতুন শুনানির ঘোষণা দিয়ে বিবৃতিতে করোনাভাইরাসের টিকা নিয়ে মিথ্যা দাবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো নির্বাচন জালিয়াতির বিষয়গুলোর দিকে ইশারা করেছেন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির নেতারা৷
বিবৃতিতে কমিটির প্রধান ফ্র্যাংক প্যালোন, কমিউনিকেশনস অ্যান্ড টেকনোলজি সাবকমিটির প্রধান মাইক ডয়েল এবং কনজিউমার প্রোটেকশন অ্যান্ড কমার্স সাবকমিটির প্রধান জ্যান শাকোস্কি বিবৃতিতে বলেছেন, "অনেক দিন ধরেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইন গ্রাহকের কাছে তথ্য ছড়ানো এবং ভুয়া তথ্য আটকাতে নিজেদের ভূমিকা স্বীকার করতে ব্যর্থ হয়েছে৷"
"সামাজিক মাধ্যমগুলো ভুয়া তথ্যের অনুমোদন দেওয়া এবং প্রচারণার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে, তা ঠেকাতে নীতিমালা বদলের কাজটি শুরু করে দেওয়া উচিত," যোগ করা হয়েছে বিবৃতিতে৷
এই তিন প্রযুক্তি প্রধানের মধ্যে বিগত বছরে জাকারবার্গই সর্বাধিক বার কংগ্রেসের মুখোমুখি হয়েছেন৷ মার্চ মাসের শুনানি হবে তার চতুর্থ শুনানি৷ পিচাই এবং ডরসির এটি তৃতীয় দফা৷
প্রতিযোগিতামূলক আচরণের কারণে গত বছরই শুনানির মুখোমুখি হয়েছিলেন জাকারবার্গ এবং পিচাই৷ পরবর্তীতে হাজির হয়েছেন ডরসিও৷
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
-
টুইটারের দাম কমানোর ইঙ্গিত মাস্কের কণ্ঠে
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ