এবার লাইভ স্ট্রিমিংয়ে নজর টিকটকের

ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে এবার লাইভ স্ট্রিমিং শুরু করার পথে হাঁটছে টিকটক৷ এর শুরুটা হচ্ছে আলটিমেট  ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) সঙ্গে চুক্তির মাধ্যমে৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2021, 11:12 AM
Updated : 19 Feb 2021, 11:12 AM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘মিক্সড মার্শাল আর্টস’ সংস্থার সঙ্গে একাধিক বছরের জন্য কনটেন্ট লাইভ স্ট্রিমিং চুক্তি করেছে চীনা বাইটড্যান্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি৷

এখন পর্যন্ত চুক্তির আর্থিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোনো প্রতিষ্ঠান৷

এক ব্লগ পোস্টে টিকটক জানিয়েছে, চুক্তির আওতায় সাপ্তাহিক ইউএফসি লাইভ স্ট্রিমিং থাকছে৷ এর মধ্যে আড়ালে থেকে যাওয়া ফুটেজ এবং খেলোয়াড়দের সঙ্গে কথপোকথন থাকবে৷

টিকটকে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইউএফসি৷ প্ল্যাটফর্মে এই খেলার অনুসারীর সংখ্যা ৬৩ লাখ৷ ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই অংশীদারিত্ব৷

খেলাধুলা খাতের কনটেন্ট জোগাড় করতে টিকটকের এটি নতুন পদক্ষেপ৷ এর আগে অক্টোবরে লন্ডনভিত্তিক ইস্পোর্টস সংস্থা তুন্দ্রার সঙ্গে অংশীদারিত্ব করেছে প্ল্যাটফর্মটি৷

নাচের ভিডিওর জন্যই জনপ্রিয় প্ল্যাটফর্মটি৷ কিশোর কিশোরীর মধ্যে অল্প সময়ে ভাইরাল হয়েছে অ্যাপটি৷

নিরাপত্তা ঝুঁকির কথা বলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।৷ জো বাইডেন ক্ষমতায় আসার পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে৷