ফোল্ডএবল আইফোনের পর্দা বানাতে পারে এলজি

আগামীতে ফোল্ডএবল আইফোন আনার পরিকল্পনা করেছে অ্যাপল। এখন নতুন আরেক প্রতিবেদন বলছে, আইফোন নির্মাতা ফোল্ডএবল ফোনের পর্দা বানাতে এলজি’র দ্বারস্থ হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2021, 02:37 PM
Updated : 18 Feb 2021, 02:37 PM

ডিজিটাইমসের তথ্য অনুসারে, এলজি অ্যাপলের সঙ্গে মিলে ভবিষ্যত ফোল্ডএবল আইফোনের ওএলইডি প্রযুক্তি তৈরিতে কাজ করবে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, বাজার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম পুরুত্বের পর্দা বানাতে চাইছে অ্যাপল।

অ্যাপল ২০১৬ সাল থেকেই ফোল্ডএবল ডিভাইস নিয়ে গবেষণা করছে। কিন্তু গত কয়েক মাসে অ্যাপলের ফোল্ডএবল ডিভাইসের ব্যাপারে গুঞ্জন বেড়েছে। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

খবর রটেছে, ফোল্ডএবলের দুই ধরনের প্রটোটাইপ তৈরি করেছে অ্যাপল। একটি দেখতে ক্ল্যামশেলের মতো, আরেকটি দেখতে বইয়ের মতো। গ্যালাক্সি জেড ফ্লিপের মতো দেখতে ফোল্ডএবল আইফোনটির দাম অন্যান্যদের তুলনায় কম হবে বলেও শোনা যাচ্ছে।

ভিন্ন এক প্রতিবেদনে উঠে এসেছে, নতুন ফোল্ডএবল আনার পর আইপ্যাড মিনি তৈরির কাজ বন্ধ করে দিতে পারে অ্যাপল।