ফেইসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা ইতালির

গ্রাহকের ডেটা নিয়ে অন্যায্য বাণিজ্যিক চর্চার অভিযোগে ফেইসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা করেছে ইতালির নীতিনির্ধারক সংস্থা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2021, 03:14 PM
Updated : 17 Feb 2021, 03:14 PM

ইতালির নীতিনির্ধারক সংস্থা বুধবার জরিমানা করার খবর জানিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

অন্যায্য বাণিজ্যিক চর্চা বন্ধ করতে নীতিনির্ধারকদের অনুরোধ মানেনি প্রতিষ্ঠানটি - দাবি করেছে সংস্থাটি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফেইসবুক৷

এর আগে ২০১৮ সালের নভেম্বরে ইতালির অ্যান্টিট্রাস্ট সংস্থা রায় দিয়েছিল,ডেটা সংগ্রহ এবং ব্যবহার বিষয়ে গ্রাহককে সঠিকভাবে অবহিত করে না ফেইসবুক৷

সে সময়ও সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ ইউরো জরিমানা করেছিলো সংস্থাটি৷ এ ছাড়াও নিবন্ধিত প্রত্যেক ইতালিয়ান ব্যবহারকারীর জন্য ইতালীয় ফেইসবুক ওয়েবসাইটে, ফেইসবুক অ্যাপে সংশোধন বিষয়ক বিবৃতি প্রকাশ করতে বলা হয়েছিলো সাইটটিকে৷

সাম্প্রতিক এক বিবৃতিতে নীতিনির্ধারক সংস্থাটি বলেছে, "বর্তমান অনুসন্ধানে প্রমাণিত হয়েছে প্রতিষ্ঠানটি সংশোধন বিষয়ক বিবৃতি প্রকাশ করেনি এবং অন্যায্য আচরণ বন্ধ করেনি৷"

সংস্থাটির দাবি, ফেইসবুক ডেটার অর্থনৈতিক মূল্য বিচার করে গ্রাহকদেরকে এমন একটি অবস্থানে নিয়ে আসতে হবে, যাতে গ্রাহক নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, ডেটা ব্যবহার করা উচিত হবে কি না৷