স্থায়ীভাবেই বাসা-থেকে-কাজে’র পথে স্পটিফাই

কর্মীদেরকে যে কোনো জায়গা থেকে কাজ করার সুবিধা দেবে সুইডিশ মিউজিক প্রতিষ্ঠান স্পটিফাই টেকনোলজিস। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 12:14 PM
Updated : 13 Feb 2021, 12:14 PM

শুক্রবার ওই ব্লগ পোস্টটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস বাস্তবতায় গোটা বিশ্বেই ক্লাউড-ভিত্তিক প্রক্রিয়ায় চলছে কাজ, মিটিং হচ্ছে অনলাইনে। বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ চলছে দূর থেকেই।

প্রতিষেধক দেওয়া সম্পন্ন হতে এ বছরের প্রায় পুরোটা সময় পার হয়ে যেতে পারে। সহসাই খুলছে না অফিস।

রয়টার্স উল্লেখ করেছে, স্পটিফাইয়ের পদক্ষেপ ব্যতিক্রম কিছু নয়। টুইটার, ফেইসবুকের মতো বহু প্রযুক্তি প্রতিষ্ঠান দূর-থেকে-কাজ প্রক্রিয়ায় চলছে বহুদিন ধরেই। এর মধ্যে সেলসফোর্স ডটকম এবং টুইটার ইনকর্পোরেটেড হাইব্রিড বা স্থায়ীভাবে বাসা-থেকে-কাজ অবলম্বন করেছে।

আপাতত বিশ্বব্যাপী নিজেদের কার্যালয় মূল্যায়ন করছে স্পটিফাই। মহামারীর সময়ে পেইড সাবস্ক্রাইবার বেড়েছে সেবাটির। চতুর্থ প্রান্তিকে স্পটিফাইয়ের সাবস্ক্রাইবার সংখ্যা ১৫ কোটি ৫০ লাখ ছুঁয়েছে।