ই-কমার্সে নজর টিকটকের, টক্কর দেবে ফেইসবুকের সঙ্গে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2021 03:55 PM BdST Updated: 08 Feb 2021 03:55 PM BdST
-
ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রে ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা করেছে টিকটক। এ বছর নতুন ফিচার এনে ফেইসবুকের সঙ্গে টক্কর দিতে নামবে প্রতিষ্ঠানটি।
নতুন ফিচারের মধ্যে এমন একটি টুল থাকবে যা দিয়ে টিকটকের জনপ্রিয় ব্যবহারকারীরা পণ্যের লিংক শেয়ার করতে, এবং ওই পণ্যের বিক্রি থেকে কমিশন বাবদ অর্থ আয় করতে পারবেন।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ উল্লেখ করেছে, “লাইভ-স্ট্রিম” শপিং এবং টেলিভিশন শপিং চ্যানেলের মোবাইল ফোন সংস্করণ আনার পরিকল্পনাও করেছে টিকটক। এতে করে কয়েক ট্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের পছন্দের পণ্য কিনতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মকে নিজ নিজ ক্যাটালগ দেখানোর সুযোগ দেবে প্রতিষ্ঠানটি।
টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স গত সপ্তাহে লন্ডন ভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা ডব্লিউপিপি পিএলসি’র সঙ্গে জোট বাঁধার খবর জানিয়েছে। ওই জোট বাঁধার ফলে বিজ্ঞাপনী সংস্থাটির নেটওয়ার্ক ও গ্রাহক টিকটকের বিভিন্ন অংশে ও বাজারজাতকরণ সক্ষমতায় প্রবেশাধিকার পাবে।
দেখে মনে হচ্ছে টিকটককে ডেস্কটপ অভিজ্ঞতা এড়িয়ে “সরাসরি বাণিজ্যিক দিকে” যেতে চাইছে। - বলেছেন মাইন্ডশেয়ারের উদ্ভাবনী প্রযুক্তি কর্মকর্তা জ্যাক স্মিথ। উল্লেখ্য, মাইন্ডশেয়ার ডব্লিউপিপি’র একটি অংশ।
স্মিথ আরও বলেছেন, লাইভ স্ট্রিম নির্ভর বাণিজ্য যা কনটেন্ট এবং বাণিজ্যের মধ্যকার পার্থক্য করতে পারবে, সেটির জন্য টিকটক ভালো অবস্থানে রয়েছে।
ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ই-কমার্স খরচের দিক থেকে ফেইসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে টিকটক। বিক্রয় প্রতিনিধি ছাড়াই যাতে বিভিন্ন ব্র্যান্ড সরাসরি টিকটকে বিজ্ঞাপন দিতে পারে, এ বছর সে ব্যবস্থার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি।
টিকটক অবশ্য গোটা ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টিকটককে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। গত বছর সেবাটিকে নিষিদ্ধও করতে চেয়েছিলেন তিনি।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট