চীনে টেনসেন্টের বিরুদ্ধে আদালতে বাইটড্যান্স
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2021 06:07 PM BdST Updated: 03 Feb 2021 06:07 PM BdST
-
ছবি: রয়টার্স
আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে চীনের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান। চীনের মাটিতে টেনসেন্টের বিরুদ্ধে অ্যান্ট্রিট্রাস্ট আইন ভাঙার অভিযোগ এনেছে টিকটক মালিক বাইটড্যান্স।
টেনসেন্টের বিরুদ্ধে বাইটড্যান্সের অভিযোগ, মেসেজিং অ্যাপ উইচ্যাট ও কিউকিউ-এ ডউয়িনের কনটেন্ট আটকে দিয়েছে টেনসেন্ট। টেনসেন্ট মালিকানাধীন দুটি সেবার মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় দুইশ’ কোটি বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে।
ডউয়িন হলো টিকটকের চীনা সংস্করণ। শুধু চীনেই টিকটকের এই অ্যাপটি ব্যবহার করা যায়।
আদালতে টেনসেন্টের কাছে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাইটড্যান্স। এ ছাড়াও টেনসেন্টের এ ধরনের কর্মকাণ্ড থামানোর আবেদন করেছে প্রতিষ্ঠানটি। বাইটড্যান্সের এক মুখপাত্র বলেছেন, “আমাদের বিশ্বাস প্রতিযোগিতা ভোক্তাদের জন্য ভালো এবং উদ্ভাবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমরা আমাদের এবং নিজ ব্যবহারকারীদের অধিকার রক্ষায় মামলা দায়ের করেছি।”
ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, এর আগেও বাইটড্যান্স ও টেনসেন্টের মধ্যে বিতণ্ডা হয়েছে। কিন্তু এবারই প্রথম প্রতিদ্বন্দ্বী টেনসেন্টকে আইনি চ্যালেঞ্জ জানালো বাইটড্যান্স।
কয়েক মাস আগে জ্যাক মা প্রতিষ্ঠিত আলিবাবার বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করেছে চীন। শুধু যে চীনের প্রতিষ্ঠানই এরকম তদন্তের মুখে রয়েছে, তা নয়। যুক্তরাষ্ট্রের তিনটি ভিন্ন ভিন্ন মামলার মুখে রয়েছে গুগল। আগামীতে আরও একটি মামলা হতে পারে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
অন্যদিকে, ডিসেম্বরে ৪৮ জন অ্যাটর্নি জেনারেল ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ফেইসবুকের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট অভিযোগ দায়ের করেছেন।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে