এক বছরে ১৮ হাজারেরও বেশি ওয়েবসাইট বন্ধ করেছে চীন

গত বছর ১৮ হাজার ৪৮৯টি ‘অবৈধ’ সাইট বন্ধ করেছে চীন। আরও চার হাজার ৫৫১টি সাইটকে সতর্কতা নোটিশ পাঠিয়েছে দেশটি। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে ‘সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চায়না’ (সিএসি)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2021, 01:27 PM
Updated : 30 Jan 2021, 01:27 PM

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বন্ধ করে দেওয়া কিছু ওয়েবসাইট অনলাইন কোর্সের আদলে অনলাইন গেইমস বা ডেটিং তথ্যের প্রচারণা চালাচ্ছিলো।

অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমেও অবৈধ কনটেন্ট ছড়িয়ে পড়ছিলো। শিনহুয়ার প্রতিবেদন বলছে, এসব কনটেন্টের মধ্যে পর্নোগ্রাফিসহ বিভিন্ন সহিংস কনটেন্ট ছিলো।

গত বছর চীনের সাইবারস্পেস বিভাগ অবৈধ কর্মকাণ্ডের প্রচারণা ঠেকাতে অনেকগুলো ক্যাম্পেইন নিয়েও হাজির হয়েছে। অল্পবয়সীদের জন্য ক্ষতিকর হতে পারে বা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন প্ল্যাটফর্ম বন্ধ করতে চাইছে বিভাগটি।

সিএসি অবৈধ ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মের বিস্তার রোধে প্রাদেশিক পর্যায়ের সাইবারস্পেস প্রশাসনকে নির্দেশনা দেওয়া এবং আইন প্রয়োগ করা অব্যাহত রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে শিনহুয়া।