নতুন আইফোনে ছোট হতে পারে নচ, উন্নত হবে ক্যামেরা

নতুন আইফোন ১৩-এ নতুন নকশার ফেইস আইডি ব্যবস্থা ব্যবহার করতে পারে অ্যাপল। এতে পর্দার ওপরে নচ ছোট হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 02:45 PM
Updated : 25 Jan 2021, 02:45 PM

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে প্রযুক্তি সাইট ডিজিটাইমস জানিয়েছে, পরবর্তী প্রজন্মের আইফোনের ফেইস আইডি ব্যবস্থার নকশায় কিছু পরিবর্তন দেখা যাবে, ফলে পর্দার ওপরের নচ ছোট হবে এবং সামনে আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাঁচ মেগাপিক্সেল থেকে বেড়ে ছয় মেগাপিক্সল হবে।

নতুন নকশায় একই ক্যামেরা মডিউলে আরএক্স, টিএক্স এবং ফ্লাড ইলুমিনেটর সেন্সরও ব্যবহার করা হতে পারে, যা পেছেনের লাইডার স্ক্যানারের মতোই। একই মডিউলে অন্য সেন্সরগুলো ব্যবহার করার কারণে নচ ছোট করা সম্ভব হবে।

প্রতিবেদনের তথ্যমতে, নতুন ফেইস আইডি ক্যামেরা মডিউল সরবরাহ করবে ফক্সকন এবং দক্ষিণ কোরিয়ার এলজি ইনোটেক। অন্যদিকে সামনের ক্যামেরা মডিউল সরবরাহ করবে ও-ফিল্ম।

পাশাপাশি নতুন প্রো মডেলে নতুন নকশার সিমোস ইমেজ সেন্সর (সিআইএস) রাখতে পারে অ্যাপল৷ আর অন্যান্য মডেলে ব্যবহার করা হবে পুরানো আইফোন ১২-এর সিআইএস সেন্সর৷ এই সেন্সরগুলোর মূল সরবরাহকারী হবে সনি৷

নতুন আইফোনেও আইফোন ১২ সিরিজের মডেলগুলোর ওপর ভিত্তি করেই তৈরি করতে পারে অ্যাপল৷ ৫.৪ ইঞ্চি পর্দার আইফোন ১৩ মিনি, ৬.১ ইঞ্চি আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো এবং ৬.৭ ইঞ্চি আইফোন ১৩ প্রো ম্যাক্স৷

এ বছরের আইফোনের টপ-এন্ড মডেল দু'টিরও ওলেড পর্দা সরবরাহ করবে স্যামসাং৷