সাইবার হামলার শিকার অস্ট্রেলিয়ান সার্ভার

সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ান একটি সার্ভার। এই সার্ভারের মাধ্যমে ক্রেডিট লাইসেন্স আবেদনসহ অন্যান্য নথি স্থানান্তরের কাজ করতো দেশটি। সাইবার হামলায় কিছু তথ্য বাইরের কেউ দেখে থাকতে পারেন বলে দাবি দেশটির নিরাপত্তা নীতিনির্ধারকের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 12:18 PM
Updated : 25 Jan 2021, 12:18 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সাইবার হামলার বিষয়টি ১৫ জানুয়ারি নজরে এসেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (এএসআইসি)। ক্রেডিট লাইসেন্স ফর্ম বা অ্যাটাচমেন্ট ডাউনলোড হয়নি বলেই ধারণা করছে সংস্থাটি।

সোমবারের বিবৃতিতে নীতিনির্ধারক সংস্থাটি বলেছে, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে, মনে হচ্ছে কিছুটা ঝুঁকি রয়েছে, কারণ সীমিত কিছু তথ্য হামলাকারীরা দেখে থাকতে পারেন।”

সার্ভারটি এখন বন্ধ রাখা হয়েছে এবং অন্য কোনো প্রযুক্তিগত কাঠামো হামলার শিকার হয়নি বলেও জানিয়েছে এএসআইসি।

ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাকসেলিওনের দেওয়া ফাইল শেয়ারিং সফটওয়্যারে এই সাইবার হামলা হয়েছে।

একই সফটওয়্যার ব্যবহার করছে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসের শুরুতে সাইবার হামলার শিকার হয়েছে ওই প্রতিষ্ঠানটিও।

সাইবার হামলার বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে অ্যাকসেলিওনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।