নতুন ম্যাকবুক প্রো-তে ফিরতে পারে এসডি কার্ড স্লটও

নতুন ম্যাকবুক প্রো-তে আবারও এসডি কার্ড স্লট ফিরিয়ে আনতে পারে অ্যাপল। পাশাপাশি যোগ হতে পারে বাড়তি অন্যান্য পোর্ট৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 11:34 AM
Updated : 24 Jan 2021, 11:34 AM

২০১৬ সালের ম্যাকবুক প্রো'র নতুন নকশা বাজারে আসার পর আর এই ডিভাইসে দেখা মেলেনি এসডি কার্ড স্লটের৷ ডিভাইসটিতে  শুধু চারটি ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রেখেছে অ্যাপল৷

বাকী সব পোর্টের জন্য গ্রাহককে নির্ভর করতে হয়েছে ডংগলের ওপর৷ অ্যাপলের এমন পদক্ষেপে অনেক সমালোচনার মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০২১ সালের নতুন ম্যাকবুক প্রো মডেলে এসডি কার্ড স্লট ছাড়াও ইউএসবি-এ পোর্ট এবং ম্যাগসেইফ চার্জার ফিরিয়ে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি৷

খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো তার সর্বশেষ নথিতে জানিয়েছেন, নতুন ম্যাকবুক প্রো’র পাশগুলো আইপ্যাড প্রো এবং আইফোন ১২-এর মতো সমতল হবে। বর্তমান নকশাতেও পাশগুলো সমতল। তবে, এবার নতুন নকশায় ওপর এবং নিচের তল আরও সমান করা হতে পারে। আর এই ডিভাইসটিতে সম্ভবত থাকবে না কোনো টাচবার।

আগের মতোই ১৪ এবং ১৬ ইঞ্চি মডেলে আসবে নতুন ম্যাকবুক প্রো। তবে, এবার দুই মডেলই আসবে অ্যাপলের নিজস্ব এম১ বা এম১এক্স প্রসেসর দিয়ে, থাকবে না কোনো ইনটেল প্রসেসর অপশন।

নতুন নকশায় কিবোর্ডের ওপরে ওলেড টাচবার বাদ দিয়ে আগের মতো কি ফিরিয়ে আনতে পারে অ্যাপল।

অন্যান্য পোর্ট যোগ করার বিষয়টি আগে জানালেও নতুন করে এসডি কার্ড স্লট যোগ করার বিষয়টি উল্লেখ করেছেন কুয়ো৷