নেটফ্লিক্স ‘শাফল প্লে’ নিয়ে আসবে এ বছরই

চলতি বছরের প্রথমার্ধেই ‘শাফল প্লে’ ফিচার নিয়ে আসবে নেটফ্লিক্স। এর সাহায্যে ব্যবহারকারীদের আর কনটেন্ট ব্রাউজ করে সময় নষ্ট করতে হবে না। নেটফ্লিক্স নিজে থেকেই কনটেন্ট দেখানো শুরু করবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2021, 03:03 PM
Updated : 22 Jan 2021, 03:03 PM

গোটা প্রক্রিয়াটিই নির্ভর করবে ব্যবহারকারী কোন ধরনের কনটেন্ট দেখেন, তার উপর। মূলত ওই তথ্যের ভিত্তিতেই নতুন অনুষ্ঠান এনে ব্যবহারকারীর সামনে হাজির করবে নেটফ্লিক্স।

ভ্যারাইটির এক প্রতিবেদন বলছে, এ সপ্তাহে নিজেদের চতুর্থ প্রান্তিকের ফলাফল ঘোষণার অংশ হিসেবে বড় পরিসরে ফিচারটি আনার পরিকল্পনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।

ফিচারটি আনার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন ও পণ্য কর্মকর্তা গ্রেগ পিটার্স বলছেন, অনেক সময়ই ব্যবহারকারীরা সেবায় আসেন, কিন্তু “তারা আসলে কী দেখবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না।”

প্রতিষ্ঠানের চতুর্থ প্রান্তিকের বিনিয়োগকারী সাক্ষাৎকারে পিটার্স বলেছেন, “এটি সত্যিই আমাদের সদস্যদের বেলায় কাজ করেছে, যেখানে আমাদের সদস্যরা মূলত ব্রাউজিং সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন এবং বাটনে একটি ক্লিক করেই কোনো টাইটেল তাৎক্ষণিকভাবে চালানোর জন্য বেছে নিতে পারেন।”