ট্রাম্পকে ম্যাক প্রো উপহার দিয়েছিলেন টিম কুক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ৫,৯৯৯ ডলারের ম্যাক প্রো উপহার দিয়েছিলেন অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক। ট্রাম্পের সর্বশেষ আর্থিক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 12:07 PM
Updated : 21 Jan 2021, 12:08 PM

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, শুধু অ্যাপল নয়, ফোর্ড মোটর কোম্পানি এবং বোয়িং ইনকর্পোরেটেডের কাছ থেকেও উপহার পেয়েছিলেন ট্রাম্প।

অ্যাপল ট্রাম্পকে যে ম্যাক প্রো’টি দিয়েছিল, সেটিকে অস্টিনের ফ্লেক্স কারখানায় তৈরি প্রথম ম্যাক প্রো হিসেবে লেখা হয়েছে আর্থিক প্রতিবেদনে। তবে, ব্যাপারটি আদৌ সত্য নয়। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ উল্লেখ করেছে, ২০১৩ সাল থেকেই অস্টিনের ফ্লেক্স কারখানায় ম্যাক প্রো তৈরি হচ্ছে।

ডনাল্ড ট্রাম্প অবশ্য এ কারখানার ব্যাপারে আগেও ভুয়া দাবি করেছিলেন। সেবার তিনি বলেছিলেন, অ্যাপল কারখানা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনেছেন তিনি।    

বুধবার হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি তিনি। তবে, নতুন প্রেসিডেন্টের জন্য ওভাল অফিসে চিঠি লিখে রেখে গেছেন ট্রাম্প। নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্যও চিঠি লিখে রেখে গেছেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।