উডুক্কু গাড়ির ধারণা দেখালো জিএম

ভবিষ্যত প্রজন্মের উডুক্কু ক্যাডিলাক গাড়ির ধারণা দেখিয়েছে জেনারেল মোটর্স (জিএম)। উল্লম্বভাবে ওঠানায় সক্ষম এই স্বচালিত উড়ুক্কু যানটি যাত্রী বহন করবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2021, 10:43 AM
Updated : 13 Jan 2021, 10:43 AM

উডুক্কু যানের এই ধারণাকে “ভবিষ্যতের ব্যক্তিগত যাতায়াত ব্যবস্থার পুনঃকল্পনা” বলেছেন জিএম-এর এক জেষ্ঠ্য নির্বাহী কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলছে, এক যাত্রীবাহী ক্যাডিলাক উডুক্কু যানটি মূলত উল্লম্বভাবে ওঠানামা করতে পারা (ভিটিওএল) ড্রোন। এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে ঘন্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বেগে যাত্রী বহন করতে পারবে এটি।

উডুক্কু যানটি পুরোপুরি স্বয়ংক্রিয় এক বৈদ্যুতিক যান, যাতে ৯০ কিলোওয়াটের জিএম আল্টিয়াম ব্যাটারি প্যাক রয়েছে। চার জোড়া রোটর রয়েছে পাতলা বডির এই ‘গাড়িতে’।

ভার্চুয়াল উপস্থাপনায় ভিডিওতে উডুক্কু ক্যাডিলাকটি দেখিয়েছেন প্রধান নির্বাহী মেরি বারা। পাশাপাশি পরিবারের ব্যবহারের জন্য একটি বৈদ্যুতিক ক্যাডিলাক শাটলও দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরই বারা বলেছেন, উডুক্কু ট্যাক্সির মতো বিকল্প যাতায়াত ব্যবস্থার পথ খুঁজছে প্রতিষ্ঠানটি।

সিইএস ২০২১-এ উডুক্কুযানটির ভিডিও উপস্থাপন করেছেন জিএম-এর প্রধান নকশাবিদ মাইক সিমকো। ভিটিওএল-কে “শহুরে উডুক্কু যাত্রার ক্যাডিলাক” বলেছেন সিমকো।

“ভিটিওল জিএম-এর মাল্টিমোডাল ভবিষ্যতের মূল চাবি,” যোগ করেন সিমকো।

ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এর আগে উডুক্কুযানের ধারণা দেখিয়েছে টয়োটা মোটর, হিউন্দাই মোটর এবং গিলি অটোমোবিলও।