আলফা ক্যামেরা বাহক সবচেয়ে ছোট ড্রোন দেখালো সনি

আলফা ক্যামেরা বহনে স্বক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন দেখিয়েছে সনি৷ ২০২১ সালের বসন্তে পেশাদার ফটোগ্রাফি এবং ভিডিও প্রোডাকশনের নতুন ব্যবসায়িক খাতকে লক্ষ্য করে এই ড্রোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2021, 04:14 PM
Updated : 12 Jan 2021, 04:15 PM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, সনির এআই রোবটিকসের অংশ এয়ারপিক ড্রোনটি আলফা ক্যামেরা বহনে স্বক্ষম বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন৷

সিইএস ২০২১ চলাকালীন মঙ্গলবার এক বিবৃতিতে সনি বলেছে, "ভিডিও নির্মাতাদের সৃজনশীলতায় পরিপূর্ণ সমর্থন দিতে ড্রোনটি আলফা মিররলেস ক্যামেরা বহনে স্বক্ষম, যা উচ্চমানের, ফুল ফ্রেইম এরিয়াল ফটোগ্রাফি ও ভিডিও ধারণ করতে পারবে৷"

ডায়নামিক চিত্র ধারণ এবং স্থির উড্ডয়ন করতে পারে এই ড্রোনটি৷ বিনোদনের বিশ্বে সৃজনশীল অভিজ্ঞতার নতুন সম্ভাবনা আনার লক্ষ্যেই ড্রোনটি বানানো হয়েছে বলে দাবি সনির৷

ড্রোনটির বিষয়ে খুব বেশি বিস্তারিত না জানালেও ইতোমধ্যেই প্রাকৃতিক দৃশ্য এবং শহরের চিত্র ধারণে ড্রোনটি ব্যবহার করছে সনি৷

ভিশন-এস কনসেপ্ট গাড়িকে অনুসরণ করে ভিডিও ধারণ করতেও দেখা গেছে এয়ারপিক ড্রোনটিকে৷

২০২০ সালের শেষ নাগাদ প্রথম এয়ারপিক ব্র‍্যান্ডের ঘোষণা করে সনি৷