বৈদ্যুতিক গাড়ির চুক্তিতে প্রস্তুত অ্যাপল, হিউন্দাই!

অ্যাপলের গাড়ি নিয়ে গুজব চলছে অনেক বছর ধরেই৷ সাম্প্রতিক কিছু তথ্য বলছে, গাড়ি বানাতে হিউন্দাইয়ের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2021, 09:32 AM
Updated : 11 Jan 2021, 09:32 AM

রোববার এক প্রতিবেদনে দক্ষিণ কোরীয় স্থানীয় পত্রিকা কোরিয়া আইটি নিউজ জানিয়েছে, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্যে চলতি বছরের মার্চ মাসের মধ্যে চুক্তি করার পরিকল্পনা করছে অ্যাপল এবং হিউন্দাই মোটর৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সাল নাগাদ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে এই জোটের৷

এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিউন্দাই জানিয়েছিলো, অ্যাপলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে প্রতিষ্ঠানের৷ স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৭ সালে স্বচালিত বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দু'টি৷ এই খবর প্রকাশের পর হিউন্দাইয়ের শেয়ার মূল্য বেড়েছে প্রায় ২০ শতাংশ৷

রোববারের প্রতিবেদন নিয়ে নতুন কোনো মন্তব্য করতে রাজি হয়নি হিউন্দাই৷ শুক্রবারের কথারই পুনরাবৃত্তি করে প্রতিষ্ঠানটি বলেছে, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি বানাতে সম্ভাব্য অংশীদারিত্বের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অনুরোধ আসছে৷

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপলও৷

নতুন প্রতিবেদনে উৎপাদনের স্থান, উৎপাদন ক্ষমতা এবং চুক্তি স্বাক্ষরের সময় এবং পাইলট যান উন্মোচন বিষয়ের তথ্য সরিয়ে ফেলেছে আইটি নিউজ৷

আগের প্রতিবেদনে উল্লেখ ছিলো, জর্জিয়ায় কিয়া মোটর্সের কারখানায় বা যুক্তরাষ্ট্রে যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন একটি কারখানায় ২০২৪ সাল নাগাদ এক লাখ গাড়ি বানানোর পরিকল্পনা করছে হিউন্দাই এবং অ্যাপল৷ প্রস্তাবিত এই কারখানার বার্ষিক পুরো উৎপাদন ক্ষমতা হতে পারে চার লাখ৷

কিয়া মোটর্স আদতে হিউন্দাই মোটরেরই মালিকানাধীন প্রতিষ্ঠান৷

আইটি নিউজের প্রতিবেদনে আরও দাবি, আগামী বছরই অ্যাপল কারের "বেটা সংস্করণ" উন্মোচনের পরিকল্পনা করছে হিউন্দাই এবং অ্যাপল৷

গত মাসেই এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে সামনে এগোচ্ছে অ্যাপল৷ ২০২৪ সালে যত দ্রুত সম্ভব নিজস্ব যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তির একটি যাত্রীবাহী যান বানানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির৷