দেশের বাজারে রেনো৫ আনলো অপো

শনিবার দেশের বাজারে রেনো সিরিজের নতুন স্মার্টফোন রেনো৫ নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2021, 05:12 PM
Updated : 10 Jan 2021, 05:12 PM

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫ হাজার ৯৯০ টাকা বাজারমূল্যের রেনো৫ এ ৬৪ মেগাপিক্সেলের কোয়াডক্যাম মেট্রিক্সের সঙ্গে থাকছে এআই মিক্সড পোরট্রেইট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড ।

অপো রেনো৫-এর পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। আর সামনে রয়েছে ৪৪ মেগাপিক্সেল ক্যামেরা।

রেনো৫-এ আরও আছে ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জ, যা ফোনটির ৪৩১০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৮০ শতাংশ মাত্র ৩১ মিনিটে চার্জ করতে পারবে বলে দাবি করেছে অপো।

৬.৪-ইঞ্চি ৯০ হার্টজের অ্যামোলেড পর্দার ডিভাইসটিতে থাকছে আট ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, আট গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ।

উন্মোচন অনুষ্ঠানে অপো বাংলাদেশ এইডি’র জন সংযোগ ব্যবস্থাপক জোশিতা সানজানা রিজভান বলেন, “অপো’তে আমরা ‘টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ডে’ বিশ্বাস করি এবং আমরা এই অনুপ্রেরণা থেকেই এই শিল্পে গুরুত্বপূর্ণ উদ্ভাবন নিয়ে আসছি।”