২০২০: নিষেধাজ্ঞার পরও সবচেয়ে বেশি আয় টিকটকের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2021 08:14 PM BdST Updated: 10 Jan 2021 08:14 PM BdST
-
ছবি: রয়টার্স
ভারতে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রে চলমান আইনি লড়াইয়ের মধ্যেও ২০২০ সালের সর্বোচ্চ আয় করা মোবাইল অ্যাপের তকমা জিতেছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এক বছরে বিশ্বজুড়ে অ্যাপটির লাভ এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার।
অ্যাপ বিশ্লেষণা প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্যমতে, এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেটিং অ্যাপ টিন্ডার। এক বছরে অ্যাপটি আয় করেছে ৫১ কোটি ৩০ লাখ ডলার।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ২০২০ সালে সর্বোচ্চ আয় করা অ্যাপের তালিকায় তৃতীয় ইউটিউব। আয় ৪৭ কোটি ৮০ লাখ ডলার। এরপর ৩১ কোটি ৪০ লাখ ডলার আয় নিয়ে চতুর্থ ডিজনি প্লাস এবং ৩০ কোটি ডলার আয় নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে টেনসেন্ট ভিডিও।
বিশ্বজুড়ে ২০ কোটি ৯০ লাখ কোটি মার্কিন ডলার আয় করে তালিকার দশম অবস্থানে রয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
অ্যাপটোপিয়া বলেছে, “আইওএস এবং গুগল প্লে মিলিয়ে তৈরি হয়েছে এই ডেটা, শুধু চীন বাদে, যেখানে শুধু আইওএস অ্যাপের অনুমোদন রয়েছে। যদি কোনো অ্যাপের ‘লাইট’ সংস্করণ থাকে, তার ডেটাও মূল অ্যাপে অন্তর্ভূক্ত।”
২০২০ সালের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপও টিকটক। গত বছর অ্যাপটি ডাউনলোড হয়েছে ৮৫ কোটি বার। এরপর হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়েছে ৬০ কোটি বার এবং ফেইসবুক ডাউনলোড হয়েছে ৫৪ কোটি বার।
মহামারীর এই বছরে ৫০ কোটি ৩০ লাখ ডাউনলোড নিয়ে চতুর্থ ইনস্টাগ্রাম এবং এবং ৪৭ কোটি ৭০ লাখ ডাউনলোড নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে জুম।
ডাউনলোডের দিক থেকে শীর্ষ ১০-এর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ফেইসবুকের মেসেঞ্জার। অ্যাপটি ডাউনলোড হয়েছে ৪০ কোটি ৪০ লাখ বার।
অ্যাপটোপিয়া বলছে, “দুঃখজনকভাবে অপ্রত্যাশিত কিছু ঘটেনি। অ্যাপগুলোর মধ্যে চারটিই ফেইসবুকের। নতুন উঠে আসা জুম এবং গুগল মিট আমাদেরকে দূর থেকে মিটিংয়ের সুযোগ করে দিয়েছে।”
“উভয় তালিকার শীর্ষে টিকটকের অবস্থান নিয়েও আশ্চর্য হওয়ার কিছু নেই,” যোগ করেছে প্রতিষ্ঠানটি।
২০২১ সালে এই প্রেক্ষাপট অনেকটাই বদলে যেতে পারে। ফেইসবুকের সঙ্গে ডেটা শেয়ারিং নিয়ে হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালার মুখে ইতোমধ্যেই তোপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ফেইসবুকের সঙ্গে ডেটা শেয়ারের অনুমোদন না দিলে ৮ ফেব্রুয়ারি গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের এমন পদক্ষেপের পর দ্রুত বাড়ছে টেলিগ্রাম এবং সিগনালের নতুন গ্রাহক।
-
সবচেয়ে বড় আইওটি বাজার হতে যাচ্ছে চীন
-
পোর্টেবল ওয়্যারলেস চার্জার ব্যবহার থামাতে বলছে বেলকিন
-
ফোল্ডএবল আইফোন পর্দার প্রোটোটাইপ বানাচ্ছে অ্যাপল
-
ফোল্ডএবল ফোনেও এস পেন আনার প্রস্তুতি স্যামসাংয়ের
-
অস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের বিজ্ঞাপন নেবে না ফেইসবুক
-
ডাকডাকগো’র প্রতিদিনের সার্চ দশ কোটি ছাড়িয়েছে
-
স্বয়ংক্রিয় ড্রোন ওড়ানোর অনুমতি পেলো আমেরিকান রোবোটিকস
-
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব