থামলো বিটকয়েন, এবার ছুটছে উল্টো পথে

প্রথমবারের মতো প্রতি বিটকয়েনের বাজার মূল্য ৪০ হাজার মার্কিন ডলার ছাড়ানোর পর থেমেছে এই ক্রিপ্টোকারেন্সি রকেট। শুক্রবার বিটকয়েনের মূল্য কমেছে পাঁচ শতাংশের বেশি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2021, 01:05 PM
Updated : 8 Jan 2021, 01:05 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, দিনের শুরুতে বিটকয়েনের সর্বোচ্চ মূল্য উঠেছিলো ৪০ হাজার ৪০২.৪৬ মার্কিন ডলার। দিন শেষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে ৩৬ হাজার ৬১৮.৩৬ ডলারে ঠেকেছে।

এদিকে প্রতিদ্বন্দ্বী ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দাম ১০ শতাংশ কমে এক হাজার ৬৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে।

গত বছরের মার্চ মাসে দাম কমার পর বিটকয়েনের মূল্য বেড়েছে সাতশ’ শতাংশের বেশি। ১৬ ডিসেম্বর বিটকয়েনের দাম ২০ হাজার ডলারে পেরোনোর পর ২ জানুয়ারি দাম পেরিয়েছে ৩০ হাজার ডলার।

সম্প্রতি বিটকয়েনের চাহিদা বেড়েছে প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক এবং খুচরা বিনিয়োগকারীর। এতে রকেটগতিতে বেড়েছে বিটকয়েনের মূল্য।

সর্বশেষ গবেষণা নথিতে জেপিমরগান বলেছে, দীর্ঘ মেয়াদে প্রতি বিটকয়েনের মূল্য এক লাখ ৪৬ হাজার ডলারে পৌঁছাতে পারে, কারণ এটি ‘বিকল্প’ মূদ্রা হিসেবে স্বর্ণের সঙ্গে প্রতিযোগিতা করছে।