সুইডেনে ৫জি’র অংশ হতে হুয়াওয়ের আপিল

সুইডেনের ৫জি নেটওয়ার্কের অংশ হতে আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে আপিল করেছে হুয়াওয়ে। আদালতের ওই সিদ্ধান্তের কারণে ৫জি স্পেকট্রাম নিলাম পুনরায় শুরু করার অনুমতি পেয়েছিলো দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা পিটিএস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 03:29 PM
Updated : 7 Jan 2021, 03:29 PM

সুইডেনের ৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে পিটিএস।

৫জি স্পেকট্রামের নিলামটি ইতোমধ্যেই শুরু হওয়ার কথা থাকলেও হুয়াওয়ের আবেদনে তা আটকে দিয়েছে আদালত। আদালতের ওই সিদ্ধান্তের পর আপিল করেছিলো পিটিএস। ১৬ ডিসেম্বর পিটিএস-এর পক্ষে রায়ে নিলাম শুরু করার নির্দেশ দেয় আদালত। রায়ে আরও বলা হয়েছিলো, সুইডেনের ৫জি নেটওয়ার্ক থেকে বাদ পড়ায় আইনি চ্যালেঞ্জ জানাতে পারবে হুয়াওয়ে।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুয়াওয়ে ৫ জানুয়ারি সুপ্রিম প্রশাসনিক আদালতে আপিল করেছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, পিটিএস-এর শর্ত কার্যকরভাবে হুয়াওয়েকে সুইডিশ বাজার থেকে সরিয়ে ফেলছে, কারণ প্রতিষ্ঠানের বক্তব্য না শুনেই সিদ্ধান্ত নিয়েছে নীতিনির্ধারক সংস্থাটি, যা ইউরোপের মৌলিক নীতিমালা বিরোধী।

১৮ ডিসেম্বর পিটিএস জানিয়েছিলো, ১৯ জানুয়ারি ৫জি স্পেকট্রামের নিলাম পুনরায় শুরু হবে। এবার হুয়াওয়ের আপিলের কারণে তা আবারও আটকে যেতে পারে।

হুয়াওয়ের যন্ত্রাংশের মাধ্যমে চীনা সরকার গুপ্তচরবৃত্তি চালাতে পারে, এমন দাবিতে সহযোগী দেশগুলোকে ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ নিষিদ্ধ করতে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন দাবি বরাবরই নাকচ করছে চীনা প্রতিষ্ঠানটি।

অক্টোবরে সুইডেন বলেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে এবং জেডটিইকে নিষিদ্ধ করা হবে। এর ফলে, দেশটির বর্তমান অবকাঠামো এবং মূল ফাংশন থেকে প্রতিষ্ঠানগুলোর যন্ত্রাংশ বদলে ফেলতে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত নিলামে অংশ নেওয়ার সুযোগ পাবে অন্যান্য প্রতিষ্ঠান।