স্যামসাংয়ের নতুন স্মার্টফোন উন্মোচন ১৪ জানুয়ারি

গতানুগতিক সময়ের কিছুটা আগেই ১৪ জানুয়ারি নতুন স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং৷ ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন গ্যালাক্সি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 09:08 AM
Updated : 4 Jan 2021, 09:08 AM

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'র প্রতিবেদন বলছে, ১৪ জানুয়ারি পূর্বাঞ্চলীয় সময় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) সকাল ১০ টায় স্যামসাং নিজেদের ওয়েবসাইটে উন্মোচন অনুষ্ঠানটি সম্প্রচার করবে বলে সোমবার আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি৷

একই সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি বিষয়ে বছরের সবচেয়ে বড় আয়োজন সিইএস ২০২১৷ সাধারণত এই অনুষ্ঠানে নতুন পণ্য দেখায় বড় প্রতিষ্ঠানগুলো৷ মহামারীর কারণে এবার এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে ডিজিটাল-ওনলি সংস্করণে৷

সাধারণত ফেব্রুয়ারিতে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করে স্যামসাং, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শো'র কাছাকাছি সময়ে বা এই অনুষ্ঠানের মধ্যেই৷

১৪ জানুয়ারির আয়োজনের নিমন্ত্রণপত্রে খুব  বিস্তারিত কিছু জানায়নি স্যামসাং৷ এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুমাননির্ভর বা অসমর্থিত সূত্রানুসারে তৈরি প্রতিবেদনে উঠে এসেছে, নতুন গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস এবং এস২১ আল্ট্রা স্মার্টফোন উন্মোচন করবে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি৷

স্যামসাং প্রেসিডেন্ট এবং মোবাইল যোগাযোগ ব্যবসায় বিভাগের প্রধান টিএম রো ডিসেম্বরে এক ব্লগ পোস্টে বলেছেন, ফোল্ডএবল স্মার্টফোনের পোর্টফোলিও আরও বাড়াবে স্যামসাং, যাতে ২০২১ সালে এই ডিভাইসগুলো "সবার জন্য আরও সহজলভ্য হয়৷"

প্রতিষ্ঠানের দামী স্মার্টফোন সিরিজ এই ফোল্ডএবল ডিভাইস৷ গ্যালাক্সি জেড ফ্লিপের দাম প্রায় এক হাজার চারশ' মার্কিন ডলার৷

স্যামসাংয়ের নতুন স্মার্টফোনে "প্রো-গ্রেড ক্যামেরা এবং ভিডিও ক্ষমতা" যোগ করার ইঙ্গিতও দিয়েছেন রো৷ আর গ্যালাক্সি নোট ডিভাইসের কিছু ফিচার অন্যান্য স্মার্টফোনেও যোগ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি৷