চীনে তৈরি মডেল ওয়াই গাড়ির সরবরাহ শুরু করছে টেসলা

চীনে তৈরি মডেল ওয়াই এসইউভির বিক্রি শুরু করেছে টেসলা এবং এ মাসেই গ্রাহকের কাছে গাড়ি সরবরাহ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2021, 03:58 PM
Updated : 1 Jan 2021, 03:58 PM

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে নিজেদের গাড়ির বিক্রি বাড়ানোর অংশ হিসেবে দেশটিতে চীনে তৈরি মডেল ওয়াই গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা।

পেট্রোল বা ডিজেল গাড়ির দূষণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানের ক্ষেত্রে অনেক সহায়তা দেয় চীন। আর এটিই টেসলার বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের মূল চাবি।

চীনের শাংহাইতে গাড়ির কারখানার পরিধিও বাড়াচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। এই কারখানায় মডেল ৩ গাড়ি বানায় টেসলা। অক্টোবরে ইউরোপে মডেল ৩ গাড়ির রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি।

শাংহাইতে বৈদ্যুতিক গাড়ির চার্জার উৎপাদন ক্ষমতাও যোগ করছে টেসলা। দেশ জুড়ে বিক্রি ও সেবার নেটওয়ার্কের পরিধিও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

নভেম্বরে ২০ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে টেসলা।

টেসলার চীনা ওয়েবসাইটের তথ্যমতে, চীনে মডেল ওয়াই গাড়ির দাম শুরু হচ্ছে তিন লাখ ৩৯ হাজার নয়শ’ ইউয়ান থেকে।

চীনে টেসলা প্রতিদ্বন্দ্বী সব প্রতিষ্ঠানেরই এসইউভি রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে ফোকসভাগেন, বিএমডাব্লিউ এবং স্থানীয় স্টার্টআপ নিও, এক্সপেং এবং লি অটোর মতো প্রতিষ্ঠান।