২০২০ সালের শীর্ষ গুগল সার্চ
প্রুযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021 08:29 PM BdST Updated: 01 Jan 2021 08:29 PM BdST
পুরো বিশ্বে কোন বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে প্রতিবছর তার একটি তালিকা প্রকাশ করে গুগল। বিশ্বের পাশাপাশি আলাদা আলাদা দেশের জন্যও তালিকা প্রকাশ করে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
২০২০ সালে বাংলাদেশের শীর্ষ সার্চ তালিকা এখনও প্রকাশ না করলেও বৈশ্বিক তালিকা প্রকাশ করেছে গুগল।
১২টি শ্রেণিতে ২০২০ সালের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। চলুন দেখে নেই সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা-
অনুসন্ধান
১. করোনাভাইরাস
২. নির্বাচনী ফলাফল
৩. কোবি ব্রায়ান্ট
৪. জুম
৫. আইপিএল
খবর
১. করোনাভাইরাস
২. নির্বাচনী ফলাফল
৩. ইরান
৪. বেইরুত
৫. হান্টাভাইরাস
অভিনয় শিল্পী
১. টম হ্যাংকস
২. জোয়াকিন ফিনিক্স
৩. অমিতাভ বচ্চন
৪. রিকি জার্ভিস
৫. জেডা পিঙ্কেট স্মিথ
ক্রীড়াবিদ
১. রায়ান নিউম্যান
২. মাইকেল জর্ডান
৩. টাইসন ফিউরি
৪. টম ব্র্যাডি
৫. মাইক টাইসন
কনসার্ট
১. টুগেদার অ্যাট হোম কনসার্ট
২. ফায়ারফাইট অস্ট্রেলিয়া কনসার্ট
৩. গার্থ ব্রুকস ড্রাইভ ইন কনসার্ট
৪. ট্রাভিস স্কট ফোর্টনাইট কনসার্ট
৫. বিটিএস অনলাইন কনসার্ট
গেইম
১. অ্যামাং আস
২. ফল গাইস: আলটিমেট নকআউট
৩. ভেলোরান্ট
৪. জেনশিন ইমপ্যাক্ট
৫. দ্য লাস্ট অফ আস
হারানো ব্যক্তিত্ব
১. কোবি ব্রায়ান্ট
২. নায়া রিভেরা
৩. চ্যাডউইক বোজম্যান
৪. সুশান্ত সিং রাজপুত
৫. জর্জ ফ্লয়েড
গানের কথা
১. ডাব্লিউএপি
২. স্যাভেজ লাভ
৩. গুবা
৪. স্কেচার্স
৫. ডায়নামাইট
সিনেমা
১. প্যারাসাইট
২. ১৯১৭
৩. ব্ল্যাক প্যান্থার
৪. ৩৬৫ ডেইজ
৫. কন্টাজিওন
ব্যক্তি
১. জো বাইডেন
২. কিম জং উন
৩. বরিস জনসন
৪. কমলা হ্যারিস
৫. টম হ্যাংকস
রেসিপি
১. ডালগোনা কফি
২. ইমেক
৩. সাওয়ারডো ব্রেড
৪. পিৎজা
৫. লামাকুন
টিভি শো
১. টাইগার কিং
২. বিগ ব্রাদার ব্রাজিল
৩. মানি হাইস্ট
৪. কোবরা কাই
৫. দ্য আমব্রেলা অ্যাকাডেমি
-
ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ উদ্ভাবকের জীবনাবসান
-
যৌনতা বিষয়ক কনটেন্টে রেটিং সিস্টেম আনছে রোব্লক্স
-
সমকামীদের ‘সারিয়ে তুলতেন’ তিনি!
-
বাতিল হয়ে গেলো অ্যামাজনের লর্ড অফ দ্য রিংস গেইম
-
ফেইসবুকের ডেটা ফাঁসের ঘটনায় গণ মামলার সম্ভাবনা
-
চাঁদে নাসা নভোচারী নেওয়ার চুক্তি পেল স্পেসএক্স
-
ট্রাম্প ফিরবেন কি না: এখনও সিদ্ধান্তহীন ফেইসবুক
-
জলবায়ু পরিবর্তন তুলে ধরছে গুগল আর্থের নতুন টাইমল্যাপস ফিচার
সর্বাধিক পঠিত
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- মামুনুল গ্রেপ্তার
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- করোনাভাইরাস: দেশে একদিনে রেকর্ড ১০২ মৃত্যু
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- বোলিংয়ে খরুচে, ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- ইএফটি চালু, চেকও ক্লিয়ার হচ্ছে
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়