পর্দার নিচে সেলফি ক্যামেরা থাকতে পারে ‘পিক্সেল ৬’-এ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2020 04:04 PM BdST Updated: 28 Dec 2020 04:04 PM BdST
-
ছবি- গুগল
পিক্সেল ৫ এর উত্তরসূরী হিসেবে আগামী বছর পিক্সেল ৬ উন্মোচন করতে পারে গুগল। পিক্সেল ৬-এ পর্দার নিচে সেলফি ক্যামেরা থাকতে পাবে – এমনটাই উঠে এসেছে নতুন এক পেটেন্ট আবেদনে।
পেটেন্ট আবেদনে বিস্তারিত তথ্য কমই আছে। ফলে নিশ্চিত হওয়া যাচ্ছে না, ঠিক কীভাবে সেলফি ক্যামেরা পর্দার নিচে বসানোর পরিকল্পনা করেছে গুগল।
টেক রেডারের বরাতে ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, পেটেন্ট আবেদনে ফোনের অন্যান্য বিস্তারিত তথ্য রয়েছে। এসব বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে ফোনের মৌলিক নকশা, মূল ক্যামেরার অবস্থান ইত্যাদি।
এরই মধ্যে পর্দার নিচে সেলফি ক্যামেরার ফোন নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা জেডটিই। শাওমি এবং অপোও নিজ নিজ নমুনা দেখিয়েছে। ২০২১ সালের দ্বিতীয়ার্ধে আসার কথা রয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩। ধারণা করা হচ্ছে, এ ফোনটিতেও পর্দার নিচে ক্যামেরা থাকবে।
পেটেন্ট আবেদনের তথ্য বলছে, প্রাথমিক ক্যামেরা মডিউলের নকশা ও অবস্থান পিক্সেল ৫ এ যে স্থানে রয়েছে, সে স্থানেই থাকবে। এ ছাড়াও ক্যামেরা মডিউলে দুটি সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে।
গুগল পিক্সেল ৬ এ দেখা মিলতে পারে ছয় ইঞ্চির ফুল এইচডি (১০৮০ X ২৩৪০) ওএলইডি পর্দার। আর পর্দার আনুপাতিক হার হবে ১৯.৫:৯। ডিভাইসে অক্টা-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, আট গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকার কথা রয়েছে।
ব্যাটারি হিসেবে দেখা মিলবে ৪,০৮০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির, হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে দেখা মিলবে অ্যান্ড্রয়েড ১১ এর।
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা