নতুন গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে?

আগামী বছরের শুরুতে গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং- এমন গুজব আগে থেকেই রয়েছে। এখন ভিন্ন এক প্রতিবেদন বলছে, হ্যান্ডসেটটিতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকবে, দেখা মিলবে আট গিগাবাইট র ্যামও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2020, 03:07 PM
Updated : 26 Dec 2020, 06:33 PM

জিএসএম এরিনার প্রতিবেদন বলছে, ফোনটি দুটি সংস্করণে আসবে, ৪জি এবং ৫জি। ৪জি সংস্করণটি এসএম-এ৭২৫এফ, এবং ৫জি সংস্করণটি এসএম-এ৭২৬বি হিসেবে আসবে।

গ্যালাক্সি এ৭২ ৪জি ডিভাইসটি গিকবেঞ্চ ৫-এর সিঙ্গল-কোর এবং মাল্টি-কোর পরীক্ষায় ১৬৩৭ নম্বরের মধ্যে ৫৪৯ পেয়েছে। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ থাকবে বলে পৃথক আরেক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস ইনসাইডার।

গ্যালাক্সি এ৭২-এ দেখা যাবে অ্যালুমিনিয়াম ফ্রেমের প্লাস্টিক ব্যাক প্যানেল। পর্দার আকৃতি হবে ৬.৭ ইঞ্চি, থাকবে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং নিচের দিকে স্পিকার গ্রিল।  

মূল ক্যামেরা হিসেবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা রয়েছে। পাশাপাশি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, পাঁচ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরারও দেখা মিলবে।

স্মার্টফোনটিতে নতুন ক্যামেরা সেন্সরও দিতে পারে স্যামসাং। নতুন সেন্সরে থাকবে আরও উন্নত পোস্ট প্রসেসিং অ্যালগরিদম যা ক্যামেরার কর্মকাণ্ডকে আরও উন্নত করতে পারে।