ক্রাউডস্ট্রাইকেও হামলার চেষ্টা চালিয়েছিল হ্যাকাররা

কয়েকটি মার্কিন সরকারি সংস্থা ও সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ‘ফায়ারআই’য়ে অনুপ্রবেশের দায় দেওয়া হচ্ছে সন্দেহভাজন রাশিয়ান হ্যাকারদের। সম্প্রতি জানা গেছে, শুধু ফায়ারআইয়ে নয়, সাইবার সুরক্ষা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকেও অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2020, 12:46 PM
Updated : 26 Dec 2020, 12:46 PM

শেষ পর্যন্ত আর সফল হয়ে উঠতে পারেনি ওই রুশ হ্যাকাররা। তাদের ব্যর্থ প্রচেষ্টার ঘটনা উঠে এসেছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রতিষ্ঠানটির ব্লগপোস্টে। ক্রাউডস্ট্রাইক বলছে, হ্যাকিংয়ের ব্যাপারে মাইক্রোসফটের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিল তারা।

ডিসেম্বরের ১৫ তারিখ এক সতর্কবার্তায় প্রতিষ্ঠানটিকে মাইক্রোসফট জানায়, মাইক্রোসফটের রিসেলার অ্যাকাউন্ট ব্যবহার করে হ্যাকাররা ক্রাউডস্ট্রাইকের মেইল পড়ার চেষ্টা করেছে “কয়েক মাস আগে”। ব্লগ পোস্টে ক্রাউডস্ট্রাইক দাবি করেছে, ওই সময়ে প্রচেষ্টা সফল হয়নি।

বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট। অন্যদিকে, ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’ এবং ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি’ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। 

মাইক্রোসফট রিসেলারকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ ডিজিটাল ডিফেন্স প্রতিষ্ঠানে অনুপ্রবেশের ঘটনাটি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। হ্যাকাররা আসলে কতগুলো আমেরিকান নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে - প্রশ্ন তুলেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন।

এতোদিন ধারণা করা হচ্ছিল, শুধু টেক্সাস-ভিত্তিক সোলারউইন্ডস-ই একমাত্র জনস্বীকৃত প্রতিষ্ঠান, যেখানে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। যদিও কর্মকর্তারা বলে আসছিলেন, হ্যাকাররা অনির্দিষ্ট অন্যান্য লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে।

নিজেদের ফ্ল্যাগশিপ নেটওয়ার্ক ব্যবস্থাপনা সফটওয়্যার ‘অরিয়নের’ ত্রুটি সারাতে বৃহস্পতিবার নতুন আপডেট ছাড়ার খবর জানিয়েছে সোলারউইন্ডস। সম্প্রতি দ্বিতীয় দফা সাইবার আক্রমণের শিকার হয়েছে প্রতিষ্ঠানটির সেবা।

শুক্রবার মাইক্রোসফট জানিয়েছে, রাশিয়ার হ্যাকার বাদেও, দ্বিতীয় এবং সংশ্লিষ্ট নয় এমন এক দল হ্যাকার সোলারউইন্ডসের সফটওয়্যারে আক্রমণ চালানোর চেষ্টা করেছে। 

দ্বিতীয় দফার হ্যাকারদের পরিচয় বা তারা হ্যাকিংয়ে কোথাও আদৌ সফল হয়েছে কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, এরই মধ্যে হ্যাকিংয়ে জড়িত থাকার দাবি অস্বীকার করেছে রাশিয়া।